Cyclone Yaas in West Bengal: রুখতেই হবে প্রাণহানি, যশ মোকাবিলায় রাজ্যের স্কুলগুলিই এখন অস্থায়ী আশ্রয় শিবির!

Last Updated:

Cyclone Yaas মোকাবিলায় নজিরবিহীন নির্দেশ স্কুল শিক্ষা দফতরের। প্রতিটি স্কুলে গড়ে তোলা হচ্ছে অস্থায়ী আশ্রয় শিবির।

কলকাতা: ঘূর্ণিঝড় আমফান (Cyclone Amphan) থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas) মোকাবিলায় নেমেছে রাজ্য সরকার। আর সেই কারণে ক্ষতির মুখে পড়তে পারে, এমন এলাকায় স্কুলগুলিকে অস্থায়ী আশ্রয় শিবিরে হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাশাসকের কাছে এমনই নির্দেশ পৌঁছেছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে।
রবিবার ভিডিও কনফারেন্স করে বিভিন্ন জেলার স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে কীভাবে স্কুলগুলিকে আশ্রয় শিবির করা হবে, তার যাবতীয় গাইডলাইনও দেওয়া হয়।
কোভিড আবহে পূর্ব উপকূলে মহা-আশঙ্কা ঘনিয়ে তুলেছে নতুন ঘূর্ণিঝড় ‘যশ’। এই প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। ঘূর্ণিঝড়ের দাপটে কোনও ভাবেই যাতে কোভিড চিকিৎসা পরিষেবা ব্যাহত না-হয়, তার জন্য প্রয়োজনীয় নির্দেশের পাশাপাশি বিপর্যয়ের পরে ডেঙ্গি, ম্যালেরিয়া, ডায়েরিয়ার মতো রোগ রুখতেও সক্রিয় থাকতে বলা হয়েছে নবান্নকে। পশ্চিমবঙ্গ-সহ পূর্ব উপকূলের যে-সব রাজ্যে যশের প্রভাব পড়তে পারে, তাদের মুখ্যসচিবদের কাছে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।
advertisement
advertisement
জানা গিয়েছে, ঘূর্ণিঝড় যশের প্রকোপে উত্তাল থাকবে সাগর। মঙ্গলবার থেকেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে এবং তা ছড়িয়ে পড়বে অন্যান্য জেলায়। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
গত বছরেও অতিমারি আবহে প্রবল ঘূর্ণিঝড় আমফানের দাপট দেখেছিল বাংলা। ঠিক এক বছরের মাথায় ঘনিয়ে আসছে যশ। আর ঘূর্ণিঝড়ের পর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় হাসপাতালগুলিতে আগেভাগে জরুরি ওষুধ মজুত করতে বলা হয়েছে। আশ্রয় শিবিরগুলিতে অ্যান্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে, ঘূর্ণিঝড়ে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ক্ষয়ক্ষতি বেশি হবে। উপকূলের প্রায় ৩ লক্ষ মানুষকে সরিয়ে আনা হচ্ছে নিরাপদ স্থানে। ফলে ওই বিপুল সংখ্যক মানুষকে জায়গা করে দিতে স্কুলগুলিকে অস্থায়ী আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Yaas in West Bengal: রুখতেই হবে প্রাণহানি, যশ মোকাবিলায় রাজ্যের স্কুলগুলিই এখন অস্থায়ী আশ্রয় শিবির!
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement