Cyclone Michaung: ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা! জানুন এই ঝড়ের নাম কোন দেশ দিয়েছে
- Published by:Siddhartha Sarkar
- local18
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Cyclone Michaung Update: ডিসেম্বরে এই ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম ( *Michaung* pronunciation - Migjaum)। মায়ানমারের দেওয়া এই নাম।
কলকাতা: ডিসেম্বরের শুরুতেই কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা! বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হওয়ার পূর্বাভাসে সেই আশঙ্কার মেঘ দেখছেন আবহাওয়াবিদরা। আগামিকাল, শনিবার আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত প্রথমে নিম্নচাপ ও পরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তি বাড়ানোয় আবহাওয়াবিদদের আশঙ্কা ডিসেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় হবে কী না ৷
ডিসেম্বরের শুরুতেই নিম্নচাপ কি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে? সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। ডিসেম্বরে এই ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম (*Michaung* pronunciation- Migjaum)। মায়ানমারের দেওয়া এই নাম। ডিসেম্বরে এই ঘূর্ণিঝড় হলে এবছর এটি চতুর্থ ঘূর্ণিঝড় হবে। এর আগে অক্টোবরে ‘তেজ’ ও ‘হামুন’। নভেম্বরেই হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি।
advertisement
advertisement
যদিও আবহাওয়া দফতর এখনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানায়নি। তবে আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত যে নিম্নচাপে পরিণত হওয়ার পরেও ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, সেই সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের মৌসম ভবন। সেখানেই তৈরি হচ্ছে আশঙ্কা যে গভীর নিম্নচাপ কি শেষ পর্যন্ত ‘মিধিলি’র মত ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরে? যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তার অভিমুখ কোন দিকে থাকবে সেই নিয়েও আবহাওয়াবিদরা নজর রাখছেন। আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে গেলেও মিধিলির মতো এই সিস্টেম কি রিকার্ভ করবে? এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন আবহাওয়াবিদরা।
advertisement
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষ ক’টা দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পূবালী হাওয়ায় দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু এবং কেরালাতেও রয়েছে। বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে, তামিলনাড়ু, কর্ণাটক, পন্ডিচেরি ও করাইকালে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
শনিবার দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে নভেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এই এলাকাতেই রবিবার ২৬ নভেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ২৭ নভেম্বর সোমবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায়। আপাতত এর অভিমুখ পশ্চিম-উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 8:53 AM IST