Cyclone Dana Effect On Bengal: আসছে 'ডানা'! ঝড় মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে বৈঠক রাজ্যের, কত বড় বিপর্যয়?

Last Updated:

Cyclone Dana Effect On Bengal: ঘূর্ণিঝড় ও তার প্রভাব নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের জাতীয় বিপর্যয় ম্যানেজমেন্ট কমিটির (National disaster management team) এই বৈঠক হবে দুপুর ৩টে নাগাদ।

আসছে 'ডানা'! কত বড় বিপর্যয়? ঝড় মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে বৈঠক রাজ্যের
আসছে 'ডানা'! কত বড় বিপর্যয়? ঝড় মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে বৈঠক রাজ্যের
কলকাতা: মঙ্গলবার থেকেই শুরু হবে দুর্যোগ, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলার বুকে ঘূর্ণিঝড় ‘ডানা’ কতটা থাবা বসাতে চলেছে তা অবশ্য এখনও জানা যাচ্ছে না। তবুও সমস্ত প্রস্তুতি নিয়ে রাখতে তৎপর নবান্ন। আসন্ন ঘূর্ণিঝড় ডানা নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠক বসতে চলেছে কেন্দ্র। কেন্দ্রের ক্যাবিনেট সেক্রেটারি রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন সোমবার। ঘূর্ণিঝড় ও তার প্রভাব নিয়ে কেন্দ্রের জাতীয় বিপর্যয় ম্যানেজমেন্ট কমিটির (National disaster management team) এই বৈঠক হবে দুপুর ৩টে নাগাদ।
আরও পড়ুন- সব তছনচ করে দেবে ঘূর্ণিঝড় ডানা! কবে থেকে দুর্যোগ? কী হাল হবে বঙ্গে? দেখুন আপডেট!
রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে সেই বৈঠকে যোগ দিতে বলা হল ভার্চুয়ালি। এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যের তরফে কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে তার বিস্তারিত রিপোর্ট নেবে কেন্দ্র। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাব এ রাজ্যে পড়তে পারে। তার প্রস্তুতি নিয়েই এই বৈঠক ডাকল কেন্দ্র। এ রাজ্যের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার মুখ্য সচিবকেও উপস্থিত থাকতে বলা হয়েছে ভার্চুয়ালি বৈঠকে।
advertisement
রবিবার মৌসম ভবনের পক্ষ থেকে একটি বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়। সেখানেই জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এই নিম্নচাপ অঞ্চল সাগরের উপর দিয়ে ক্রমেই পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। ফলে, ২২ অক্টোবর, মঙ্গলবার সকালে সেই নিম্নচাপ অঞ্চল শক্তিবৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে। ঠিক এর পরের দিন, অর্থাৎ ২৩ অক্টোবর, বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে 'ডানা'। কাতার এই ঝড়ের নামকরণ করেছে। প্রতীকী ছবি রবিবার মৌসম ভবনের পক্ষ থেকে একটি বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়। সেখানেই জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এই নিম্নচাপ অঞ্চল সাগরের উপর দিয়ে ক্রমেই পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। ফলে, ২২ অক্টোবর, মঙ্গলবার সকালে সেই নিম্নচাপ অঞ্চল শক্তিবৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে। ঠিক এর পরের দিন, অর্থাৎ ২৩ অক্টোবর, বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘ডানা’। কাতার এই ঝড়ের নামকরণ করেছে। প্রতীকী ছবি
advertisement
advertisement
আরও পড়ুন- স্ত্রীকে খুনের দায়ে জেল খাটছিল স্বামী, হঠাৎ পুলিশ দেখে ফেলল ‘সেই মেয়েকে’! পুরো সিনেমার প্লট!
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ‘ডানা’ ঘূর্ণিঝড়টি আর কয়েকদিনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে উপকূলে! আবহাওয়া দফতর (Meteorological Department) জানিয়েছে, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, বাংলাদেশ ও মায়ানমার। ‘ডানা’ সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতে মুষলধারে বৃষ্টি হতে পারে। এই ঘূর্ণিঝড়টি 24 থেকে 26 অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের হিসাব বলছে, আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে আসছে। আগামিকাল মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভবনা। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে ওড়িশা উপকূলের দিকে। বিশ্বের বিভিন্ন মডেলের সম্ভাবনা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার। ঘূর্ণিঝড় ‘ডানা’ নামটি কাতারের দেওয়া।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Dana Effect On Bengal: আসছে 'ডানা'! ঝড় মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে বৈঠক রাজ্যের, কত বড় বিপর্যয়?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement