‘তোকে গল্ফগ্রিন...সার্দান অ্যাভিনিউ..ময়দানের সেই সবুজগুলো আর দেখানো হল না’, দুশ্চিন্তায় পড়ে সন্তানকে খোলা চিঠি হবু মা শুভশ্রীর
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
বঙ্গবাসীর মতো রাজ্যের এই পরিস্থিতিতে মন খারাপ হবু মায়েরও ৷ সন্তানকে লিখলেন খোলা চিঠি, ‘তোর জন্য’ ৷
#কলকাতা: করোনা ও আমফানে সাঁড়াশি আক্রমণে বিপর্যস্ত বাংলা ৷ এমন আবহে আগত সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত হবু মা শুভশ্রী ৷ গোটা বঙ্গবাসীর মতো রাজ্যের এই পরিস্থিতিতে মন খারাপ হবু মায়েরও ৷ সন্তানকে লিখলেন খোলা চিঠি, ‘তোর জন্য’ ৷
করোনার দুশ্চিন্তার মধ্যেই আমফানের দাপট ৷ ঘূর্ণিঝড়ের দাপটে প্রায় ধ্বংসস্তূপ কলকাতা সহ দুই ২৪ পরগণা ৷ আমফানের ধ্বংসলীলায় বিপর্যস্ত কলকাতা ৷ উপড়ে গিয়েছে তিলোত্তমার বুকে বেড়ে ওঠা হাজার হাজার গাছ ৷ মৃত সবুজের সেই সারি, ঘরহারা সম্বলহীন মানুষগুলির হাহাকার প্রভাব ফেলেছে হবু মা শুভশ্রীর মনেও ৷ সেই কষ্ট থেকেই শব্দ খুঁজে সন্তানের সঙ্গে ভাগ করে নিলে তাঁর অনুভূতি ৷
advertisement
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে শুভশ্রী পড়ে শুনিয়েছেন তাঁর লেখা সেই খোলা চিঠি ‘তোর জন্য ৷’ এত ধ্বংসস্তূপ দেখে কান্না চেপে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়ে প্রেগনেন্ট শুভশ্রীর পক্ষে ৷ আগত সন্তানের কাছে আফসোস করে রাজ ঘরণী বলেছেন, এই ঝড়ে কত হাজার হাজার গাছ লুটিয়ে পড়েছে ৷ গল্ফগ্রিন...সার্দান অ্যাভিনিউ..ময়দানের সেই সবুজগুলো আর দেখানো হল না তোকে, যেগুলি ঝড়ের দাপটে ভেঙে পড়ল ৷ সেগুলো তো আসলে শুধু গাছ ছিল না, ছিল অনেক পাখির বাসা ৷ শুভশ্রীর কলমে উঠে এসেছে করোনা পরিস্থিতিতে রোজগারহীন মানুষগুলোর এবার আশ্রয় হারানোর কষ্ট ৷ ‘এতদিন করোনার কারণে রোজগার বন্ধ ছিল এখন আশ্রয়টাও উড়ে গেল ৷’ বাদ যায়নি সুন্দরবনের চাষীদের দুঃখও ৷ নোনাজল ঢুকে যেখানে এক বছরের আগে চাষ বাস সম্ভব নয় ৷ একবুক গলা জল পেরিয়ে ত্রাণ শিবিরে খাবার নিতে আসা চার বছরের বাচ্চাটার কথাও বলতে ভোলেননি শুভশ্রী ৷ আগত সন্তানের উদ্দেশে লিখেছেন, ‘এরপর তোর কথা ভেবে কী করে বেশি বেশি খাই বলত! আর কয়েক বছর বাদে তুইও তো ওর বয়সীই হবি ৷’
advertisement
advertisement
লকডাউনের মধ্যেই এসেছিল সুখবর ৷ নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে গৃহবন্দি রাজ শুভশ্রী তাই সোশ্যাল হ্যান্ডেলেই শেয়ার করেছিলেন তাদের প্রেগনেন্সির খবর ৷ তার মাঝেই আবাসনে করোনা সংক্রমণের খবরে আতঙ্কিত রাজ-শুভশ্রীও ৷ এরপরই এল ভয়ঙ্কর আমফান ৷ শুভশ্রীর মুখেই শুনে নিন তাঁর খুদের জন্য লেখা খোলা চিঠি-
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2020 1:22 AM IST