corona virus btn
corona virus btn
Loading

‘তোকে গল্ফগ্রিন...সার্দান অ্যাভিনিউ..ময়দানের সেই সবুজগুলো আর দেখানো হল না’, দুশ্চিন্তায় পড়ে সন্তানকে খোলা চিঠি হবু মা শুভশ্রীর

‘তোকে গল্ফগ্রিন...সার্দান অ্যাভিনিউ..ময়দানের সেই সবুজগুলো আর দেখানো হল না’, দুশ্চিন্তায় পড়ে সন্তানকে খোলা চিঠি হবু মা শুভশ্রীর

বঙ্গবাসীর মতো রাজ্যের এই পরিস্থিতিতে মন খারাপ হবু মায়েরও ৷ সন্তানকে লিখলেন খোলা চিঠি, ‘তোর জন্য’ ৷

  • Share this:

#কলকাতা: করোনা ও আমফানে সাঁড়াশি আক্রমণে বিপর্যস্ত বাংলা ৷ এমন আবহে আগত সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত হবু মা শুভশ্রী ৷ গোটা বঙ্গবাসীর মতো রাজ্যের এই পরিস্থিতিতে মন খারাপ হবু মায়েরও ৷ সন্তানকে লিখলেন খোলা চিঠি, ‘তোর জন্য’ ৷

করোনার দুশ্চিন্তার মধ্যেই আমফানের দাপট ৷ ঘূর্ণিঝড়ের দাপটে প্রায় ধ্বংসস্তূপ কলকাতা সহ দুই ২৪ পরগণা ৷ আমফানের ধ্বংসলীলায় বিপর্যস্ত কলকাতা ৷ উপড়ে গিয়েছে তিলোত্তমার বুকে বেড়ে ওঠা হাজার হাজার গাছ ৷ মৃত সবুজের সেই সারি, ঘরহারা সম্বলহীন মানুষগুলির হাহাকার প্রভাব ফেলেছে হবু মা শুভশ্রীর মনেও ৷ সেই কষ্ট থেকেই শব্দ খুঁজে সন্তানের সঙ্গে ভাগ করে নিলে তাঁর অনুভূতি ৷

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে শুভশ্রী পড়ে শুনিয়েছেন তাঁর লেখা সেই খোলা চিঠি ‘তোর জন্য ৷’ এত ধ্বংসস্তূপ দেখে কান্না চেপে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়ে প্রেগনেন্ট শুভশ্রীর পক্ষে ৷ আগত সন্তানের কাছে আফসোস করে রাজ ঘরণী বলেছেন, এই ঝড়ে কত হাজার হাজার গাছ লুটিয়ে পড়েছে ৷ গল্ফগ্রিন...সার্দান অ্যাভিনিউ..ময়দানের সেই সবুজগুলো আর দেখানো হল না তোকে, যেগুলি ঝড়ের দাপটে ভেঙে পড়ল ৷ সেগুলো তো আসলে শুধু গাছ ছিল না, ছিল অনেক পাখির বাসা ৷ শুভশ্রীর কলমে উঠে এসেছে করোনা পরিস্থিতিতে রোজগারহীন মানুষগুলোর এবার আশ্রয় হারানোর কষ্ট ৷ ‘এতদিন করোনার কারণে রোজগার বন্ধ ছিল এখন আশ্রয়টাও উড়ে গেল ৷’ বাদ যায়নি সুন্দরবনের চাষীদের দুঃখও ৷ নোনাজল ঢুকে যেখানে এক বছরের আগে চাষ বাস সম্ভব নয় ৷ একবুক গলা জল পেরিয়ে ত্রাণ শিবিরে খাবার নিতে আসা চার বছরের বাচ্চাটার কথাও বলতে ভোলেননি শুভশ্রী ৷ আগত সন্তানের উদ্দেশে লিখেছেন, ‘এরপর তোর কথা ভেবে কী করে বেশি বেশি খাই বলত! আর কয়েক বছর বাদে তুইও তো ওর বয়সীই হবি ৷’

লকডাউনের মধ্যেই এসেছিল সুখবর ৷ নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে গৃহবন্দি রাজ শুভশ্রী তাই সোশ্যাল হ্যান্ডেলেই শেয়ার করেছিলেন তাদের প্রেগনেন্সির খবর ৷ তার মাঝেই আবাসনে করোনা সংক্রমণের খবরে আতঙ্কিত রাজ-শুভশ্রীও ৷ এরপরই এল ভয়ঙ্কর আমফান ৷ শুভশ্রীর মুখেই শুনে নিন তাঁর খুদের জন্য লেখা খোলা চিঠি-

 
View this post on Instagram
 

ভালো থাকুন, সবাই সবার পাশে থাকুন ।

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

Published by: Elina Datta
First published: May 24, 2020, 1:22 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर