আমফানের প্রবল তাণ্ডবে লন্ডভন্ড দক্ষিণবঙ্গ, এখনও পর্যন্ত ঝড়ের বলি ৭

Last Updated:

মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকেই জানিয়ে দিয়েছিলেন প্রাথমিক সূত্র থেকে অন্তত ১০ -১২ জনের মৃত্যুর খবর এসেছে ৷ তার মধ্যে এখনও ৭ জনে মৃত্যুর নিশ্চিত খবর মিলেছে ৷

#কলকাতা: এ যেন মত্ত হাতির তাণ্ডব ৷ পূর্বাভাসের চেয়েও ভয়াবহ রূপে বাংলায় হাজির আমফান ৷ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ২ পরগণা, পূর্ব মেদিনীপুর ও কলকাতার কিছু অংশ ৷ সাইক্লোন আমফানের জেরে দক্ষিণবঙ্গে ঝড়ের বলি ৭ জন ৷ মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকেই জানিয়ে দিয়েছিলেন প্রাথমিক সূত্র থেকে অন্তত ১০ -১২ জনের মৃত্যুর খবর এসেছে ৷ তার মধ্যে এখনও ৭ জনে মৃত্যুর নিশ্চিত খবর মিলেছে ৷
একেবার খাস কলকাতায় মা -ছেলের মৃত্যু ৷ সাইক্লোনের সময় গাছ উপড়ে তাঁদের মৃত্যু হয়েছে রিজেন্ট পার্ক এলাকায় ৷
এদিকে এর আগে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ইতিমধ্যেই রাজ্যে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে চার জনের ৷ হাওড়ায় মাথায় টিন পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর ৷ উত্তর ২৪ পরগনায় মাথায় গাছ পড়ে মৃত্যু হয়েছে আরও দু’জনের ৷
advertisement
advertisement
কলকাতায় গাছ ভেঙে পড়ার পাশাপাশি একাধিক জায়গায় পোস্ট ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে ৷ হাওড়ায় মৃত কিশোরীর নাম লক্ষ্মী কুমারী সাউ, বয়স ১৩ বছর ৷ পাশাপাশি ৫৬ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে মিনাখাঁয় ৷ নাম নুরজাহান বেওয়া ৷
এখনও পাওয়া খবর অনুযায়ী ঝড়ের কারণে প্রাণ হারিয়েছেন,
হাওড়ায় মাথায় টিনের আঘাতে কিশোরীর মৃত্যু
advertisement
মৃত ১৩ বছরের কিশোরী লক্ষ্মী কুমারী সাউ
উত্তর ২৪ পরগনায় গাছ পড়ে ২ জনের মৃত্যু
মিনাখাঁয় গাছ পড়ে মৃত মহিলা নুরজাহান বেওয়া
মাটিয়া থানার মোমিনপুরে মৃত মহন্ত দাস
পূর্ব
বর্ধমানের পূর্বস্থলীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত কনিকা দাস
পূর্ব মেদিনীপুরে দেওয়াল চাপা পড়ে মৃত ১
ভূপতিনগরের মুগবেড়িয়ায় মৃত ছবি শিট
সুতাহাটার মহম্মদপুরে ২ ভাইয়ের মৃত্যু
advertisement
আমফানের প্রভাবে ইতিমধ্যেই দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে।বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি উড়ে গিয়েছে চাল। কলকাতার একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ ৷ সব মিলিয়ে একেবারে লণ্ডভণ্ড অবস্থা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আমফানের প্রবল তাণ্ডবে লন্ডভন্ড দক্ষিণবঙ্গ, এখনও পর্যন্ত ঝড়ের বলি ৭
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement