CV Ananda Bose On Dhupguri: যাচ্ছেন না বিমান-শোভনদেব, শনিবার রাজভবনেই শপথ ধূপগুড়ির বিধায়কের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
CV Ananda Bose On Dhupguri: বহু টালবাহানা শেষে আগামিকালই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে ধূপগুড়ির জয়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল চন্দ্র রায়ের। যদিও এই শপথে অংশ নেবেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
কলকাতা: বহু টালবাহানা শেষে আগামিকালই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে ধূপগুড়ির জয়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল চন্দ্র রায়ের। যদিও এই শপথে অংশ নেবেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাজভবনের সম্মানে যাবেন উপমুখ্যসচেতক তাপস রায়।
বিধানসভা সূত্রে খবর, শনিবার বিকেলে শপথ নিতে চলেছেন ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়। ওই দিন বিকেল সাড়ে চারটেয় নির্মলচন্দ্রকে শপথগ্রহণ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
প্রসঙ্গত, শপথগ্রহণ নিয়ে রাজ্য-রাজভবন টানাপড়েন, দু-দফা চিঠি বিনিময়ের শেষে রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হতে চলেছে আগামিকাল। তাই শপথ অনুষ্ঠানে স্পিকার এবং পরিষদীয় মন্ত্রীর ‘গরহাজির’ থাকাকে স্বভাবতই বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 29, 2023 8:00 PM IST







