CRPF - Netaji Birth Anniversary: 'ইনসাস' থেকে 'মর্টার' রকেট লঞ্চার! অভিনব প্রদর্শনীতে দেশনায়ক নেতাজিকে স্মরণ করল সিআরপিএফ
- Published by:Sanjukta Sarkar
- Written by:Amit Sarkar
Last Updated:
CRPF - Netaji Birth Anniversary: কী ভাবে দুর্গম পরিস্থিতির মধ্যে তারা কাজ করেন? হঠাৎ কোনও অপ্রীতিকর ঘটনা বা হামলার সম্মুখীন হলেই বা বাহিনী কী ভাবে সামাল দেয়? সব কিছুই সাধারণ মানুষের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রদর্শনীর আয়োজন। ছিল তাদের বিশেষ ব্যান্ডের প্রদর্শনীও।
কলকাতা: ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রাঙ্গনে সারি দিয়ে সাজানো ইনসাস, মর্টারের মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ছিল সিআরপিএফ জওয়ান ও উৎসাহী মানুষের ভিড়। এই ভাবেই অস্ত্র প্রদর্শনীর মধ্য দিয়ে সিআরপিএফের তরফে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। দেশ নায়কের জন্মদিনের এই বিশেষ দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল জনসংযোগের মাধ্যম হিসেবে ব্যবহারের জন্য।
সাধারণ মানুষের মধ্যে বাহিনীর নানা তথ্য তুলে ধরার জন্য এদিনের এই সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয় সিআরপিএফের তরফে। কী ভাবে দুর্গম পরিস্থিতির মধ্যে তারা কাজ করেন? হঠাৎ কোনও অপ্রীতিকর ঘটনা বা হামলার সম্মুখীন হলেই বা বাহিনী কী ভাবে সামাল দেয়? সব কিছুই সাধারণ মানুষের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রদর্শনীর আয়োজন। ছিল তাদের বিশেষ ব্যান্ডের প্রদর্শনীও।
advertisement
আরও পড়ুন: 'এই' শহরে চপ মানেই 'হরিদার দোকান'! মুখে দিলেই মুচমুচে! তেলেভাজা বিক্রি করেই 'ফেমাস' হরিদা!
advertisement
১৯৫৯ সালে চিনের আগ্রাসনে ১০ জওয়ান শহিদ হয়েছিলেন, তাদের বীরত্বের কথা উল্লেখ করা হয়েছে। ২০০১ সালে সংসদ ভবনে হামলার ঘটনায় প্রতিরোধে সিআরপিএফ জওয়ানদের ভূমিকা কি ছিল তুলে ধরা হয় প্রদর্শনীতে। LMG-5.56MM ইনসাস থেকে SRL, MM মর্টারের মতো রকেট লঞ্চারের মতো আধুনিক সমরাস্ত্র স্থান পায় প্রদর্শনীতে।
advertisement

এছাড়াও কাজে ব্যবহৃত দূরবীনও ছিল প্রদর্শনীতে। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপিএফের পশ্চিমবঙ্গ জোনের আউজি বিদ্যুৎ সেনগুপ্ত। ছিলেন সিআরপিএফ জওয়ানদের পরিবারের সদস্যরাও। ছিলেন সেন্ট্রাল জোনের ডিআইজি দলবিন্দ সিং গিরিওয়াল।
advertisement
এই প্রদর্শনীর মধ্য দিয়ে রাজ্যের জঙ্গলমহলে মাওবাদী দমনে কী ভাবে কাজ করে গিয়েছে বাহিনী তাও উল্লেখ করা হয়। এমনকি অন্ধ্র, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মাও অধ্যুষিত এলাকায় বাহিনীর ওপর হামলা, শহিদের কথাও তুলে ধরা হয় জনসাধারণের জন্য। এই সকল এলাকায় তাদের কাজের দিকও জানানো হয় সাধারণ মানুষকে। জনসংযোগ বাড়াতে তারা কী ভাবে কাজ করে থাকেন, গ্রামের মানুষদের মধ্যে বিভিন্ন সচেতনতামূলক কাজ, ফুটবল ম্যাচ করা সমস্ত বিষয়কে সামনে রেখে এদিন ভিক্টোরিয়া প্রাঙ্গনে প্রদর্শনীর আয়োজন করল সিআরপিএফ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 10:23 PM IST

