ভিড় উপচে পড়ল শিম্পাঞ্জি থেকে বাঘ-সব খাঁচাতেই, বড়দিনে জমজমাট চিড়িয়াখানা

Last Updated:

আজ, সোমবার সকাল থেকেই ভিড় উপচে পড়ে চিড়িয়াখানা। সঙ্গে পিকনিক মুড।

#কলকাতা: বড়দিন মানেই চিড়িয়াখানা । শীতের ছুটির শুরু থেকেই ভিড় চিড়িয়াখানায়। শিম্পাঞ্জি, বাঘ, হাতি, কুমিরের আকর্ষণ তো ছিলই। এবার শীতে উপরি পাওনা সিংহ, জাগুয়ার , ইস্টার্ন গ্রে ক্যাঙারু। আজ, সোমবার সকাল থেকেই ভিড় উপচে পড়ে চিড়িয়াখানা। সঙ্গে পিকনিক মুড।
শীতের কলকাতায় চিড়িয়াখানার আকর্ষণ চির নতুন। বহুবার দেখেও যেন আশ মেটেনা। সেই ছোটবেলায় বাবা, মায়ের হাত ধরে বাঘ, সিংহ দেখতে আসার স্মৃতি যেন প্রতিবারই নতুন করে ফিরে আসে এখানে এলে। ভিড় শুরু হয়েছিল আগে থেকেই। তবে বড়দিনে তা যেন বাঁধ ভাঙল।
সকাল থেকেই চিড়িয়াখানার সামনে লম্বা লাইন। শিম্পাঞ্জি বাবু এবারও সুপারহিট। ভিড় বাঘ, হাতি দেখতেও। নতুন আসা অতিথিদের খুনসুঁটিতেও মন মজেছিল অনেকের। জাঁকিয়ে শীত না পড়লেও উৎসবে খামতি ছিল না কারোরই। ক্যাঙারু, সিংহ, জাগুয়ার, মাউস ডিয়ারদের সঙ্গে দিনভর কাটল আট থেকে আশির।
advertisement
advertisement
শুধুই পশুপাখি দেখা নয়। ঘোরাঘুরির ফাঁকে মাঠে বসে জমিয়ে পিকনিক। চিড়িয়াখানা ছাড়া এ আনন্দ আর কোথায় ? বাড়ি থেকে খাবার এনে জমিয়ে ভোজ। মাঠেই একটু গড়িয়ে নেওয়া। মাঝে অবশ্য বাদ যায়নি খেলাধুলো।
অ্যানাকোন্ডা এখনও আসেনি। তবু তার নামেই ভিড় বাড়ছে চিড়িয়াখানায়।নতুন আর পুরনো পশুপাখি দেখতে ছিল উপচে পড়া ভিড়। হালকা ঠান্ডায় আইসক্রিম। কখনও ক্যামেরার ফ্ল্যাশ, কখনও সেলফি। বড়দিন উপলক্ষে পরিবার ও বন্ধুদের নিয়ে শৈশব খুঁজলেন অনেকেই।
advertisement
maxresdefault
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভিড় উপচে পড়ল শিম্পাঞ্জি থেকে বাঘ-সব খাঁচাতেই, বড়দিনে জমজমাট চিড়িয়াখানা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement