ইসলামপুরে ছাত্রদের দাবি ন্যায়সঙ্গত ও তৃণমূল-বিজেপি রাজনৈতিক স্বার্থে তাকে ব্যবহার করেছে, বিবৃতি বামফ্রন্টের
Last Updated:
#ইসলামপুর: ইসলামপুরে শিক্ষক নিয়োগের ঘটনাকে ঘিরে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় এবার মুখ খুলল বামফ্রন্ট । শনিবার সন্ধ্যায় একটি বিবৃতিতে বামফ্রন্ট সভাপতি বিমান বসু জানিয়েছেন ইসলামপুরের দারিভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে পড়ুয়াদের আন্দোলন ন্যায়সঙ্গত। এপ্রসঙ্গে তিনি তৃণমূল সরকারকেই বিঁধেছেন । তিনি জানিয়েছেন, তৃণমূল সরকার ছাত্রদের দাবিপূরণের যথোচিত ব্যবস্থা না করে ঐ স্কুলে সমস্যা তৈরি করেছে ও ইচ্ছাকৃতভাবে এই ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার প্রচেষ্টাকে নিন্দাজনক আখ্যা দিয়েছেন বামফ্রন্ট সভাপতি ।
আরও পড়ুন: অন্য রাজ্যের মত বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, ইসলামপুর নিয়ে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
দুই ছাত্রের মৃত্যুর প্রসঙ্গেও বিমানবাবু জানিয়েছেন ইসলামপুর ও সন্নিহিত এলাকায় বিজেপি দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে ধর্মীয় বিশ্বাসের প্রশ্নকে সামনে রেখে বিভাজনের রাজনীতির চেষ্টা চালাচ্ছে ও ২৬ শে সেপ্টেম্বর বনধের ডাকও সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত । তিনি আরও জানিয়েছেন এই বনধকে বামফ্রন্ট সমর্থন করবে না ।
advertisement
আরও পড়ুন: ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর বাংলা বন্ধ ডাকল বিজেপি
এর পাশাপাশি নিহত দুই ছাত্রের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার খরচের দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। বামফ্রন্ট দাবি করেছে ইসলামপুরের ঘটনায় উচ্চপর্যায়ের বিচারবিভাগীয় তদন্তের দ্বারা দোষীদের কঠোর শাস্তি দিতে হবে । এছাড়াও শাসকদলের কাছে বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগের দাবিও জানিয়েছে বামফ্রন্ট ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2018 8:06 PM IST