Buddhadeb Bhattacharya Daughter: বুদ্ধ-কন্যার বিরাট সিদ্ধান্ত, করবেন লিঙ্গ পরিবর্তন! সুচেতনা হচ্ছেন 'সুচেতন'
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:UJJAL ROY
Last Updated:
Buddhadeb Bhattacharya: 'প্রাইড মান্থে' শহরের একটি 'এলজিবিটিকিউ' কর্মশালায় অংশ নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের একমাত্র কন্যা সুচেতনা ভট্টাচার্য। সেখানেই নিজের পুরুষ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
কলকাতাঃ ‘কঠিন হলেও অসম্ভব নয়’, এটাই দেখানোর জন্য এক কদম এগিয়ে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একমাত্র সন্তান ‘সুচেতন’ ভট্টাচার্য। ‘প্রাইড মান্থে’ শহরের একটি ‘এলজিবিটিকিউ’ কর্মশালায় অংশ নিয়েছিলেন বুদ্ধদেব-কন্যা৷। সেখানেই এমন ইচ্ছা প্রকাশ করেন তিনি। তারপরেই প্রকাশ্যে আসে এই খবর। সেখানেই নিজেকে সুচেতন বলে পরিচয় দিয়েছেন সেখানে।
নিউজ এইট্টিন বাংলাকে সুচেতন জানিয়েছেন, বিষয়টা মোটেই সহজ ছিল না। অনেকদিন ধরে মন শক্ত করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। যারা আসতে পারছেন না তাদেরকেও শক্ত হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
ফেসবুকের একটি পোস্টে উল্লেখ রয়েছে, ‘শারীরিক লিঙ্গ পরিচয় যাইহোক না কেন, ছোটবেলা থেকেই নিজেকে ছেলে মনে করা সুচেতন পেয়েছে পারিবারিক প্রেরণা। তাঁর বাবাই তাকে ছোটবেলায় গালে সাবান লাগিয়ে দাড়ি-গোঁফ কামিয়ে দিতেন। তাই নিজের প্রবণতায় তার বেড়ে ওঠা হয়ে উঠেছে স্বচ্ছন্দেই। শরীরে, মনে, সামাজিক প্রকাশনায় ট্রান্সম্যান রূপেই পরিচিত হয়েছে সুচেতন।’
advertisement
সুচেতনা নিজেও দাবি করেছেন, ‘আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ফলে আমি এটা নিয়ে লড়ে যাব। সেই সাহসটা আমার আছে। কে কী বললেন, তাতে আমার কিছু যায়-আসে না।” সুচেতনের দাবি, ঘনিষ্ঠ মহলে আগেই জানিয়েছেন এই বিষয়টা। এ বারে বৃহত্তর পরিধির কাছে নতুন পরিচয় সামনে আনলেন। তবে এই পদক্ষেপ করার জন্য কখনই কোনওভাবে তিনি বাবার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতে চান না। এ প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের কাছে আমার অনুরোধ আমাদের আলাদা করবেন না। আমরাও সমাজের মূল স্রোতের মানুষ।”
advertisement
UJJAL ROY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 4:54 PM IST