Sukanya Mandal: অনুব্রত-কন্যা সুকন্যার নামে দুই বিঘা জমি? নথি খুঁজতে বোলপুর রেজিস্ট্রি অফিসে সিবিআই
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sukanya Mandal: সুকন্যা মণ্ডলের নামে প্রায় দুই বিঘা একটি জমির হদিস পাওয়া গিয়েছে। ওই জমি কী ভাবে কেনা হল কত টাকা মূল্যে কেনা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে সিবিআই বোলপুরের রেজিস্ট্রি অফিসে।
এদিকে অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে পরিবারের সদস্যদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে৷ এমনই হুমকি চিঠি পেলেন আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী৷ আগামিকাল অনুব্রত মণ্ডলকে ফের আদালতে পেশ করার কথা৷ তার আগে বিচারককে এই হুমকি চিঠি দেওয়ার খবর প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
গত ২০ অগাস্ট বিচারক এই চিঠি পেয়েছেন বলে খবর৷ বিষয়টি তিনি জেলা জজকে জানান৷ বিচারককে এই হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে৷ তিনি আবার পূর্ব বর্ধমানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টের হেড ক্লার্ক৷ পাশাপাশি তিনি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের বর্ধমান ইউনিটের সহকারী সম্পাদক৷ যদিও অভিযুক্তের দাবি, এই চিঠির বিষয়ে তিনি কিছুই জানেন না৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2022 6:36 PM IST