Durga Puja in COVID times: করোনা আতঙ্কে এবছরও মন্দা কলকাতার পুজোর বাজার, বিদেশে প্রতিমা পাঠিয়ে আয়ের আশা শিল্পীদের

Last Updated:

গত বছর থেকেই আয়ে টান পড়েছে প্রতিমা শিল্পীদের৷ কারণ ২০২০ দুর্গাপুজোয়ে তেমন সাড়া মেলেনি৷

#কলকাতা: করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যেই৷ ফলে এবছরও কলকাতায় দুর্গাপুজো (Durga Puja in COVID times) নিয়ে দোলাচলে উদ্যোক্তাদের৷ একই সঙ্গে কুমোড়পাড়ায়ও দুশ্চিন্তা দেখা দিয়েছে৷ কলকাতার পুজো নিয়ে খুব বেশি আশার আলো দেখছেন না কুমারটুলির শিল্পীরা (Kumartuli)৷ কারণ করোনা আবহে অধিকাংশ বড় বাজেটের পুজো বাতিল হতে পারে৷ গতবছরের মতোই নিয়মরক্ষার্থে দুর্গাপুজো করতে পারে কলকাতার বড় ক্লাবগুলি৷ ভিড়ে বা প্যান্ডেল হপিং-এ নিষেধাজ্ঞার থাকলে, সেভাবে পুজো নিয়ে মাথা ব্যাথা থাকবে না উদ্যোক্তাদের৷ যার জেরে সেই নমঃ নমঃ পুজোর পথেই হাঁটতে চাইবেন তাঁরা৷ এর প্রভাব পড়ছে কুমারটুলিতেও৷ বেশির ভাগ ক্লাব তাদের অগ্রিম বুকিং বাতিল করেছে৷ কেউ আবার এখনও পর্যন্ত দুর্গা প্রতিমা অর্ডার দেওয়ায় সেভাবে আগ্রহ দেখায়নি৷ বরাত পাচ্ছেন না কোনও শিল্পী৷ আগামিদিনে কোনও বড় নজরকাড়া প্রতিমা বিক্রির সম্ভাবনা কম৷ তাই বছরের এই সময় রোজগারের আশাও ক্ষীণ প্রতিমা শিল্পীদের৷
তবে বিদেশের দুর্গাপুজো আশা জাগাচ্ছে প্রতীমা শিল্পীদের মনে৷ আমেরিকা ও ইংল্যান্ডে করোনার দাপট কমার ফলে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে জীবন৷ ছন্দে ফিরছে জীবনের গতি৷ তাই এই সব জায়গায় বাঙালি সংগঠনগুলি পুজোর আয়োজন শুরু করেছে৷ কুমারটুলিতে প্রতিমারও অর্ডার এসেছে৷ আপাতত মা-কে বিদেশে পাঠিয়েই আয়ের স্বপ্ন দেখছেন শিল্পীরা৷ এই মাস থেকে সমুদ্র পথে বা বিমানে দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে বিদেশে৷
advertisement
আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও ইতালিতে ১২টি ফাইবারগ্লাসের প্রতিমা পাঠিয়েছেন প্রতিমা শিল্পী কৌশিক ঘোষ৷ তাঁর তৈরি আরও বেশ কিছু প্রতিমা উড়ে যাবে দক্ষিণ আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়ায়৷ এরফলে গতবারের তুলনায় আয় কিছুটা বেড়েছে, বলছেন কৌশিক ঘোষ৷ অন্য এক শিল্পী বাসুদেব পাল বলছেন যে, তাঁর তৈরি প্রতিমা পৌঁছে গিয়েছে জার্মানি৷ জাপানের টকিও শহরে পাড়ি দেবে তাঁর তৈরি প্রতিমা৷
advertisement
advertisement
ছ’ফুটের ফাইবারগ্লাসের প্রতিমার ওজন ২০০ থেকে ২৫০ কেজি৷ যা খুব সহজেই বিদেশে পাঠানো যায়৷ খুব ভাল করে বাবল শিটে মুড়ে কাঠের বাক্সে তা পাঠানোর ব্যবস্থা করেন শিল্পীরা৷ এর সঙ্গে এখন জুড়েছে স্যানিটাইজের রীতি৷ সাধারণত কাজের চাপ থাকলে বিদেশে প্রতিমা পাঠানো হয় এপ্রিল-মে মাসে৷ কারণ তারপর থেকে শুরু হয় কলকাতার প্রতিমা তৈরির কাজ৷ তবে এবছর সেই চাপ নেই৷ তাই ধীরে সুস্থে কাজ করছেন শিল্পীরা৷ ইতিমধ্যেই বহু জায়গায় প্রতিমা পাঠানোর কাজ শেষ হয়েছে৷
advertisement
গত বছর থেকেই আয়ে টান পড়েছে প্রতিমা শিল্পীদের৷ কারণ ২০২০ দুর্গাপুজোয়ে তেমন সাড়া মেলেনি৷ এরপর সরস্বতি পুজোতে করোনার প্রভাবে বাজার মন্দাই ছিল৷ এখন বিদেশের প্রতিমা পাঠিয়ে কিছুটা হালে পানি পাওয়ার চেষ্টা করছেন শিল্পীরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja in COVID times: করোনা আতঙ্কে এবছরও মন্দা কলকাতার পুজোর বাজার, বিদেশে প্রতিমা পাঠিয়ে আয়ের আশা শিল্পীদের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement