Covid Vaccination : দুর্গাপুজো হবে এ বার? অনিশ্চয়তার অশনিসঙ্কেতে আশার আলো মৃৎশিল্পীদের টিকাকরণের উদ্যোগে

Last Updated:

যাঁদের ছাড়া বাঙালির শারদোৎসব অসম্পূর্ণ, সেই মৃৎশিল্পীদের জন্য টিকাকরণের ব্যবস্থা করল গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ৷

কলকাতা : যাঁদের ছাড়া বাঙালির শারদোৎসব অসম্পূর্ণ, সেই মৃৎশিল্পীদের জন্য টিকাকরণের (Covid Vaccination) ব্যবস্থা করল গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ৷ তাঁদের উদ্যোগের সঙ্গে যু্ক্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ ১৪ জুন, সোমবার তাঁদের টিকা দেওয়া হবে ৷ সকাল ১০ থেকে শুরু হবে কর্মসূচি ৷ ৩৩ বি হিন্দুস্তান রোডে এই কর্মসূচিতে ৫০০ জন মৃৎ শিল্পীকে টিকা দেওয়া হবে ৷
অতিমারি আবহে গত বছর দুর্গাপুজো ছিল ম্রিয়মাণ ৷ এ বার পুজো হবে তো? পুজো হলেও সেখানে প্রতিমা তৈরি করে দেওয়ার শিল্পীরা সুস্থ থাকবেন তো? কারণ এই বর্ষা জুড়েই তাঁরা প্রতিমা তৈরি করেন ৷ বিরূপ প্রকৃতি, অর্থাভাব থাকে প্রতি বছরই ৷ এ বছর তার সঙ্গে জুড়েছে মহামারির দ্বিতীয় তরঙ্গের রক্তচক্ষু ৷ অনিশ্চয়তার অশনিসঙ্কেতকে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে মৃৎশিল্পীদের টিকাকরণের উদ্যোগ ৷
advertisement
এর আগেও সেফ হোম শুরু করার বিষয়ে উদ্যোগ নিয়েছিল এই ক্লাব ৷ গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের উদ্যোগে সৃজিত মুখোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায়ের উদ্যোগে রাসবিহারী অ্যাভিনিউয়ে তৈরি হয়েছে সেফ হোম ৷ গত ৩১ মে উদ্বোধন হয়েছে নিরাপদ আবাসটির ৷ এই সেফ হোমের জন্য মেডিক্যাল সাপোর্ট দিচ্ছে আমরি হাসপাতাল ৷ সেফ হোমের পর এ বার মৃৎশিল্পীদের টিকাকরণেরও উদ্যোগ নেওয়া হল এই ক্লাবের তরফে ৷    পাশাপাশি, সুন্দরবনের বানভাসিদের টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে ‘O2 কু সবার’-এর তরফে ৷ এই সংস্থাই পিছিয়ে পড়া অনগ্রসর পরিবারবন্ধুদের জন্য টিকাকরণের কর্মসূচিও গ্রহণ করেছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Covid Vaccination : দুর্গাপুজো হবে এ বার? অনিশ্চয়তার অশনিসঙ্কেতে আশার আলো মৃৎশিল্পীদের টিকাকরণের উদ্যোগে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement