হোম /খবর /কলকাতা /
অনিশ্চয়তার অশনিসঙ্কেতে আশার আলো মৃৎশিল্পীদের টিকাকরণের উদ্যোগে

Covid Vaccination : দুর্গাপুজো হবে এ বার? অনিশ্চয়তার অশনিসঙ্কেতে আশার আলো মৃৎশিল্পীদের টিকাকরণের উদ্যোগে

ফাইল চিত্র

ফাইল চিত্র

যাঁদের ছাড়া বাঙালির শারদোৎসব অসম্পূর্ণ, সেই মৃৎশিল্পীদের জন্য টিকাকরণের ব্যবস্থা করল গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ৷

  • Last Updated :
  • Share this:
কলকাতা : যাঁদের ছাড়া বাঙালির শারদোৎসব অসম্পূর্ণ, সেই মৃৎশিল্পীদের জন্য টিকাকরণের (Covid Vaccination) ব্যবস্থা করল গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ৷ তাঁদের উদ্যোগের সঙ্গে যু্ক্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ ১৪ জুন, সোমবার তাঁদের টিকা দেওয়া হবে ৷ সকাল ১০ থেকে শুরু হবে কর্মসূচি ৷ ৩৩ বি হিন্দুস্তান রোডে এই কর্মসূচিতে ৫০০ জন মৃৎ শিল্পীকে টিকা দেওয়া হবে ৷

অতিমারি আবহে গত বছর দুর্গাপুজো ছিল ম্রিয়মাণ ৷ এ বার পুজো হবে তো? পুজো হলেও সেখানে প্রতিমা তৈরি করে দেওয়ার শিল্পীরা সুস্থ থাকবেন তো? কারণ এই বর্ষা জুড়েই তাঁরা প্রতিমা তৈরি করেন ৷ বিরূপ প্রকৃতি, অর্থাভাব থাকে প্রতি বছরই ৷ এ বছর তার সঙ্গে জুড়েছে মহামারির দ্বিতীয় তরঙ্গের রক্তচক্ষু ৷ অনিশ্চয়তার অশনিসঙ্কেতকে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে মৃৎশিল্পীদের টিকাকরণের উদ্যোগ ৷

এর আগেও সেফ হোম শুরু করার বিষয়ে উদ্যোগ নিয়েছিল এই ক্লাব ৷ গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের উদ্যোগে সৃজিত মুখোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায়ের উদ্যোগে রাসবিহারী অ্যাভিনিউয়ে তৈরি হয়েছে সেফ হোম ৷ গত ৩১ মে উদ্বোধন হয়েছে নিরাপদ আবাসটির ৷ এই সেফ হোমের জন্য মেডিক্যাল সাপোর্ট দিচ্ছে আমরি হাসপাতাল ৷ সেফ হোমের পর এ বার মৃৎশিল্পীদের টিকাকরণেরও উদ্যোগ নেওয়া হল এই ক্লাবের তরফে ৷    পাশাপাশি, সুন্দরবনের বানভাসিদের টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে ‘O2 কু সবার’-এর তরফে ৷ এই সংস্থাই পিছিয়ে পড়া অনগ্রসর পরিবারবন্ধুদের জন্য টিকাকরণের কর্মসূচিও গ্রহণ করেছে ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Artisans, Covid vaccinaion, Sanjeevani