West Bengal Covid 19 Update: পরীক্ষা কমতেই কমল অনেকটা আক্রান্তের সংখ্যাও! চিন্তা কমল কি?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত কয়েকদিন ধরেই রাজ্যে প্রত্যেক দিন কমবেশি সত্তর হাজার নমুনা পরীক্ষা করা হত৷ দৈনিক আক্রান্তের সংখ্যাও কুড়ি হাজার ছাড়িয়ে যাচ্ছিল (West Bengal Covid 19 Update)৷
গত কয়েকদিন ধরেই রাজ্যে প্রত্যেক দিন কমবেশি সত্তর হাজার নমুনা পরীক্ষা করা হত৷ দৈনিক আক্রান্তের সংখ্যাও কুড়ি হাজার ছাড়িয়ে যাচ্ছিল৷ স্বাভাবিক ভাবেই নমুনা পরীক্ষার সংখ্যা কমায় আক্রান্তের সংখ্যাও অনেকটা কমেছে৷
advertisement
গত চব্বিশ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮৭৯৷ কলকাতায় মৃত্যু হয়েছে সাত জনের৷ উত্তর চব্বিশ পরগণাতেও নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৬৩ জন৷ সেখানে একদিনে ১১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷
advertisement
এর পাশাপাশি বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতেও নতুন আক্রান্তের সংখ্যা কমবেশি ৫০০৷ উত্তরবঙ্গে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলেছে মালদহে৷ সেখানে চব্বিশ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৩০ জন৷
এ দিনই রাজ্যের তরফে করোনা বিধিনিষেধে বেশ কয়েকটি নতুন ছাড় দেওয়া হয়েছে৷ এ দিন বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে, আগামী ১৮ তারিখ থেকে পঞ্চাশ শতাংশ সদস্যদের নিয়ে চালু করা যাবে জিম৷ একই সঙ্গে জিমের প্রশিক্ষক এবং ব্যবহারকারীদের করোনার টিকার দু'টি ডোজই নেওয়া থাকতে হবে৷ অথবা তাঁদের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে৷ এর পাশাপাশি যাত্রা এবং সিনেমা ও টেলিভিশনের শ্যুটিংয়েও কড়াকড়ি শিথিল করা হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 17, 2022 10:58 PM IST