পুজোয় লক্ষ্য আরও সুরক্ষা, ১৮ ঊর্ধ্বদের করোনা বুস্টার ডোজের সময়সামী বাঁধল রাজ্য
- Published by:Raima Chakraborty
Last Updated:
সেই দিনের মধ্যেই ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বুস্টার ডোজ দেওয়ার টার্গেট করেছেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। (Covid 19 Booster Dose)
#কলকাতা : বাঙালির পুজো কাটুক নির্বিঘ্নে। আর তাই এবার ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১৮ বছরের ঊর্ধ্ব সকলকে করোনার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করল রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি স্বাস্থ্য দফতরের সঙ্গে জেলার স্বাস্থ্য আধিকারিকদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ শেষ হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসবের দিন। তাই সেই দিনের মধ্যেই ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বুস্টার ডোজ দেওয়ার টার্গেট করেছেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
অন্যদিকে, পরপর দু'দিন রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ ৩১৩ ও মৃত্যু বেড়ে ৩। একদিনে সুস্থ হয়েছেন ৪০৭ জন, সুস্থতার হার ৯৮.৮২%। এদিন রাজ্যে বেড়েছে পজিটিভিটি রেট। রাজ্যে এই মুহূর্তে সংক্রমণের হার ৩.০৯%। এদিকে, গত কয়েকদিনের করোনাগ্রাফে স্বস্তি মিললেও ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ।
আরও পড়ুন: ঝাড়গ্রামে হাতির হানায় মৃত ৩, শহরে ঢুকেই তান্ডবলীলা দাঁতালদের! ভয়ঙ্কর অবস্থা
গত ২৪ ঘণ্টায় ফের ১০ হাজারের গণ্ডি টপকে গিয়েছে করোনা সংক্রমণ। তবে এদিন কমেছে মৃতের সংখ্যা। স্বস্তি অ্যাকটিভ কেস ও পজিটিভিটি রেটের ক্ষেত্রে।বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৭৭ জন। যা মঙ্গলবার ছিল ৮ হাজার ৫৮৬ জন। গতকালের তুলনায় অনেকটা কম। একদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। মঙ্গলবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ৪৮। মৃত্যুসংখ্যা যে নিম্নমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট।
advertisement
advertisement
আরও পড়ুন: জেলে শুরুর রাত থেকেই মহা সমস্যায় ফিশচুলার রোগী অনুব্রত মণ্ডল, কী বিপদ!
রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৭ হাজার ৪৫২ জন।রিপোর্ট অনুযায়ী, দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ৯৬ হাজার ৪৪২। যা মোট আক্রান্তের তুলনায় ০.২২ শতাংশ। রবিবারও তা ছিল ৯৯ হাজারের বেশি। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৪৪ হাজার ৩০১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। দেশে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১০ কোটি ৫০ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন ২৭ লক্ষর বেশি। গতকাল দেশে ৪ লক্ষ ৭ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2022 9:45 AM IST