#কলকাতা: বেলেঘাটা শিশু খুনে DNA টেস্টের নির্দেশ দিল শিয়ালদহ আদালত ৷ ২৬ জানুয়ারি বেলেঘাটায় নিজের ২ মাসের শিশুকন্যাকে মুখে প্লাস্টিক জড়িয়ে, শ্বাসরোধ করে খুন করে মা সন্ধ্যা মালো ৷ সেই মামলাতে মৃত শিশুর DNA টেস্টের দাবি জানিয়েছিল বেলেঘাটা পুলিশ ৷ সেই দাবিতেই আজ সম্মতি জানাল আদালত ৷ গত ২৬ জানুয়ারি রবিবার সন্ধেয় বেলেঘাটা সিআইটি রোডের ফ্ল্যাট থেকে শিশুকন্যা অপহরণ হয়েছে বলে প্রথমে দাবি তোলে মা ৷ সেই মতো পুলিশ সিসিটিভির ফুটেজ ঘেঁটে অভিযুক্তের সন্ধান পাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু তদন্ত এগোতেই আদৌ অপহরণ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ বাড়তে থাকে পুলিশের। সন্ধ্যা পুলিশকে যা বয়ান দিয়েছিল তার সঙ্গে বাস্তবের মিল পাচ্ছিলেন না তদন্তকারী অফিসাররা। সন্দেহ তার দিকেই এগোচ্ছিল কারণ সন্ধ্যা পুলিশকে জানিয়েছিল, অপহরণকারী দেওয়ালে তার মাথা ঠুকে দিয়েছিল। চশমা পরা অবস্থায় দেওয়ালে মাথা ঠুকলে সেটি ভেঙে যাওয়ার কথা ৷ কিন্তু সন্ধ্যার চশমায় কোনও দাগ পর্যন্ত ছিল না। এরপর তাকে চেপে ধরতেই সন্তানকে খুনের কথা স্বীকার করে সন্ধ্যা। জানায়, তদন্তের মোড় ঘোরাতেই অপহরণের মিথ্যা নাটক করেছিল।