নয়াবাদে দম্পতির রহস্যমৃত্যু, কারা করত হুমকি ফোন, তদন্তে পুলিশ

Last Updated:

নিঃসন্তান দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হল পূর্ব যাদবপুর থানার নয়াবাদের একটি বহুতল থেকে ৷ কিন্তু কেন হঠাৎ তাঁরা আত্মহত্যা করলেন এই নিয়ে দানা বাঁধছে সন্দেহ ৷

#কলকাতা: নিঃসন্তান দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হল পূর্ব যাদবপুর থানার নয়াবাদের একটি বহুতল থেকে ৷ কিন্তু কেন হঠাৎ তাঁরা আত্মহত্যা করলেন এই নিয়ে দানা বাঁধছে সন্দেহ ৷
সূত্রের খবর, ওই দম্পতির সঙ্গেই থাকতেন তাঁদের ভাগ্নে ৷ সেই সময় ঘরে ছিলেন না ওই ভাগ্নে ৷ পরে বাড়ি ফিরে তিনিই প্রথম মামা-মামীকে ঝুলন্ত অবস্থায় দেখেন ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন ৷ কিন্তু কেন হঠাৎ এই পথ বেছে নিলেন তাঁরা?
advertisement
advertisement
পুলিশের কাছে ওই ভাগ্নে জানান, তাঁর মামা প্রতিবন্ধী ছিলেন ৷ তিনি শিক্ষকতা করতেন ৷ তবে সম্প্রতি প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিলেন ৷ মৃত মহিলাও স্কুল শিক্ষিকা ছিলেন বলে জানা গিয়েছে ৷
advertisement
ওই দম্পতির কাছে প্রায়শই হুমকি ফোন আসত বলে জানান মৃতের শ্যালক ৷ তাঁর দাবি, সম্ভবত ওই হুমকি ফোনের জেরেই আত্মহত্যা করেছেন মামা-মামী ৷ কিন্তু কে বা কারা হুমকি ফোন করত তা জানা যায়নি ৷ ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রোমোটিংয়ের ব্যবসায় নেমে ঋণগ্রস্ত হয়েই আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
নয়াবাদে দম্পতির রহস্যমৃত্যু, কারা করত হুমকি ফোন, তদন্তে পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement