করোনা নিয়ে রাজ্যের প্রত্যেক স্কুলে নির্দেশিকা শিক্ষা দফতরের, সতর্ক রবীন্দ্রভারতীও
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সচেতনতা মূলক প্রচার কর্মসূচী স্কুলগুলি করছে কী না তারও নজরদারি করবে ডিআইরা
#কলকাতা: দিল্লির পর কলকাতাতেও করোনা ভাইরাস নিয়ে স্কুল গুলিকে আগাম সতর্ক করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সম্প্রতি রাজ্যের প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক দের চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা কমিশনার। করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের। প্রাথমিক উচ্চ প্রাথমিক উচ্চমাধ্যমিকের পাশাপাশি বেসরকারি স্কুলগুলিতে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক প্রচার কর্মসূচী চালাতে হবে বলে ওই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ কী,করোনা ভাইরাস থেকে সাবধানতার উপায় কী, কীভাবে নিজেকে সাবধান রাখবেন, যাবতীয় বিষয় সম্বলিত একটি গাইডলাইন রূপরেখা পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। অন্যদিকে কলকাতার পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন। অনুমতি ছাড়া কোনও বিদেশী পড়ুয়াকে তাদের নিজেদের দেশে যেতে বারণ করা হয়েছে। বিদেশি পড়ুয়াদের জন্য রবীন্দ্রভারতী তরফে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার সকালেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে করোনাভাইরাস নিয়ে বিদেশী পড়ুয়াদের ওপর একাধিক বিধি-নিষেধ জারি করা হয়েছে। তারপরেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হল। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করোনাভাইরাস নিয়ে একটি বৈঠক করেন। পূর্ব ভারতে সবথেকে বেশি বিদেশী পড়ুয়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পড়ে। চীন থেকে কোনও পড়ুয়া এই মুহূর্তে না থাকলেও জাপান, বাংলাদেশ-শ্রীলঙ্কা থেকে অনেক পড়ুয়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে। বুধবারের বৈঠকে বিদেশি পড়ুয়াদের দেশ ছাড়ার অনুমতি আপাতত না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন "প্রয়োজন ছাড়া কোনও পড়ুয়া তাদের নিজেদের দেশে যেতে পারবেন না।"
advertisement
অন্যদিকে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর করোনাভাইরাস নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি চালানোর জন্য নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা মেনে স্কুলগুলি প্রচার কর্মসূচী চালাচ্ছে নাকি সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি জেলা বিদ্যালয় পরিদর্শকবের করার কথা বলা হয়েছে। এদিকে বুধবার থেকেই কলকাতার কয়েকটি বেসরকারি নামকরা স্কুল করোনাভাইরাস নিয়ে সচেতনতা মূলক প্রচার কর্মসূচী শুরু করেছে বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
SOMRAJ BANDOPADHYAY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2020 6:38 PM IST