করোনা আতঙ্ক: এখন আসতে হবে না স্কুলে, নির্দেশিকা কলকাতার স্কুলের

Last Updated:

পাশাপাশি সর্দি,কাশি বা জ্বর হলে পড়ুয়াদের স্কুলে না পাঠানোর অনুরোধ অভিভাবকদের জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

#কলকাতা: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার জেরে এবার একাধিক বিধিনিষেধ জারি করল কলকাতার স্কুলগুলি ৷ দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলও একাধিক বিধিনিষেধ জারি করল পড়ুয়াদের জন্য। আপাতত নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোন রিপোর্ট কার্ড দেওয়া হবে না বলেই জানাল সাউথ পয়েন্ট স্কুল। পাশাপাশি সর্দি,কাশি বা জ্বর হলে পড়ুয়াদের স্কুলে না পাঠানোর অনুরোধ অভিভাবকদের জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষা দফতর করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালানোর জন্য প্রত্যেকটি স্কুলকে নির্দেশিকা পাঠিয়েছে। ইতিমধ্যেই শহরের একাধিক বেসরকারি স্কুল করোনা নিয়ে বিধি-নিষেধ জারি করেছে। গত সপ্তাহে ডন বস্কো,লা মার্টিনিয়ার নিয়ার ফর বয়েজ ও গার্লস, ডিপিএস রুবি পার্কের মতো বেসরকারি স্কুল গুলি ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রয়োজনে নিয়ে আসতে হবে বলেও স্কুলগুলি জানিয়েছে অভিভাবকদের।
advertisement
শুক্রবার সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ করোনাভাইরাসের জেরে আপাতত ছাত্র-ছাত্রীদের মার্কশিট দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে স্কুলের তরফ এ বিবৃতি দিয়ে জানানো হয়েছে পরবর্তী কোনদিন ঠিক না হওয়া পর্যন্ত আপাতত নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মার্কশিট দেওয়া স্থগিত রাখা হয়েছে অন্যদিকে পড়ুয়াদের জ্বর কাশি ও সর্দি নিয়ে স্কুলে পাঠাতে বারণ করা হয়েছে। শুক্রবার শিবপুর আইআইইএসটি একাধিক বিধিনিষেধ জারি পাশাপাশি কলকাতার অন্যান্য কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আপাতত সব অনুষ্ঠানে বাতিল করেছে।
advertisement
advertisement
Somraj Banerjee
বাংলা খবর/ খবর/কলকাতা/
করোনা আতঙ্ক: এখন আসতে হবে না স্কুলে, নির্দেশিকা কলকাতার স্কুলের
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement