আজ মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রাজ্যে !

Last Updated:

মকর সংক্রান্তির দিনই মরশুমের সবচেয়ে শীতলতম দিন কলকাতা-সহ গোটা দক্ষিণ বঙ্গেই ৷

#কলকাতা: পূর্বাভাস ছিলই ৷ সেটাই শেষপর্যন্ত সত্যি হল ৷ আজ শনিবার মকর সংক্রান্তির দিনই মরশুমের সবচেয়ে শীতলতম দিন কলকাতা-সহ গোটা রাজ্যেই ৷ আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে এক ধাক্কায় ১১ ডিগ্রি সেলসিয়াসে ৷ এতদিন ১৩-১৪ ডিগ্রিতে ঘোরাঘুরি করলেও আজ ভালমতোই শীত অনুভূত হচ্ছে শহরে ৷ তাই উইকেন্ডটা যে এবার দারুণ কাটতে চলেছে তা বলাই বাহুল্য ৷
শহরবাসীর জন্য ভাল খবরটা হল ৷ রাতের দিকে আজ তাপমাত্রা আরও নামতে পারে ৷ শুধু শনিবার মকর সংক্রান্তির দিনেই নয়, আগামী ৩ দিন শহরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷
কলকাতার আশপাশে রাজ্যের অন্যান্য জেলাগুলিতে আরও ঠাণ্ডা পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে তিন দিন পর অর্থাৎ আগামী মঙ্গলবারের পর থেকেই আবার তাপমাত্রা বাড়বে ৷ দার্জিলিং-এ আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি, পানাগড়ে ৬.৭ ডিগ্রি , জলপাইগুড়ি ৬.৪ ডিগ্রি, কোচবিহারে ৪.৭ ডিগ্রি, বাগডোগরায় ৪.৯ ডিগ্রি ৷ পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৬.১ ডিগ্রি সেলসিয়াসে ৷ কলকাতা এয়ারপোর্ট চত্বরে তাপমাত্রা ১০.৪ ডিগ্রি বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রাজ্যে !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement