Containment zone : কনটেনমেন্ট জোন ঘোষণাই সার! কেউ মানছে না করোনা বিধি

Last Updated:

Containment zone : এলাকার মানুষজন মাস্ক ছাড়াই বসে গল্প করছেন, কারো মাস্ক থুতনিতে সেঁটে।

কনটেনমেন্ট জোন ঘোষণাই সার! কেউ মানছে না করোনা বিধি
কনটেনমেন্ট জোন ঘোষণাই সার! কেউ মানছে না করোনা বিধি
#কলকাতা: বেলেঘাটা রামকৃষ্ণ নস্কর লেনে প্রশাসন কয়েকটি গলিকে কনটেনমেন্ট জোন (Containment zone) হিসেবে ঘোষণা করেছে। কলকাতা কর্পোরেশন থেকে রীতিমতো মাইকে প্রচার করে বারবার করে সাবধান করছে, যাতে কেউ মাস্ক ছাড়া ঘুরে না বেরোন বা অযথা বাড়ির বাইরে না বেরোন। আজ সকালবেলা গিয়ে দেখা গেল একেবারে অন্য চিত্র। গলির মুখে বেলেঘাটা থানার তরফ থেকে গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। কোনও ভাবেই মনে হচ্ছিল না ওটি কনটেনমেন্ট জোন।
ওই এলাকার মানুষজন মাস্ক ছাড়াই বসে গল্প করছেন, কারো মাস্ক থুতনিতে সেঁটে। অনায়াসে বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় বাজার ঘাট থেকে আরম্ভ করে সমস্ত কাজ করছেন বাসিন্দারা। দেখা গেল ,সামনের চায়ের দোকানে রীতিমতো বাড়ি থেকে বেরিয়ে এসে বসে চা পান করছেন সবাই। কনটেনমেন্ট জোনের (Containment zone) বাইরের মানুষরা জানালেন, ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে করোনা পজেটিভ। সেই বাড়ির মানুষও বাইরে আসছে। তাদেরকে বারণ করার মতো ক্ষমতা তাঁদের নেই। পুলিশ শুধু বাড়ি থেকে বেরোতে বারণ করে যায়। ওখানে কোনও প্রহরা কিংবা ধরপাকড়ের ব্যবস্থা নেই।
advertisement
advertisement
তবে করোনার সংক্রমণ যে বাড়ছে সেটা প্রতিটা মানুষের মধ্যে চিন্তার ভাঁজ ফেললেও, যাদের বাড়িতে করোনা সংক্রমণ হচ্ছে, তারাই মানছেন না বলে অভিযোগ। এ বিষয়ে কলকাতা কর্পোরেশনের বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, "প্রচার করে মানুষকে সাবধান করা হচ্ছে। তবুও প্রচুর মানুষ বিধি নিষেধ মানছেন না। পুলিশ সিসিটিভি দেখে মাস্কহীন মানুষদের নির্ধারণ করে চিহ্নিত করছে। এবং তাঁদের নামে একটি করে মামলা করছে পুলিশ।"
advertisement
শুধু বেলেঘাটা নয়। কলকাতায় যে কটি কনটেনমেন্ট জোন হয়েছে, সেখানে উল্লেখ্য ভাবে মানুষের না মানার একটা প্রবণতা চোখে পড়ল। এবারের করোণা সংক্রমণে বস্তিবাড়ির কিংবা কলোনির থেকে, সবথেকে বেশি সংক্রমণ হয়েছে হাইরাইজ বিল্ডিং ও সম্ভ্রান্ত বাড়িগুলিতে। অনেকের ধারণা এই ভাবে যদি কনটেনমেন্ট জোন (Containment zone) না মানা হয়। তাহলে করোনা সংক্রমনের হার আরও বাড়তে থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Containment zone : কনটেনমেন্ট জোন ঘোষণাই সার! কেউ মানছে না করোনা বিধি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement