Congress: '২৬-এর আগে ‘হাতের মুঠো’ শক্ত করতে লালবাজার অভিযান কংগ্রেসের! বৃষ্টি মাথায় করেই পথে কংগ্রেস
- Published by:Ankita Tripathi
- Reported by:Sudipta Sen
Last Updated:
Congress: রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পথে নামার একাধিক ইস্যু বিরোধীদের হাতে। এবার পথে নামল কংগ্রেস।
২০২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে ঘটে চলা একাধিক বিষয়। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পথে নামার একাধিক ইস্যু বিরোধীদের হাতে। এবার পথে নামল কংগ্রেস। জেলা থেকে রাজপথে নেমে এলেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আরজি কর থেকে কসবা, নারী নির্যাতনের মতো ইস্যুকে সামনে রেখে কংগ্রেসের লালবাজার অভিযান ছিল আজ। যাদের নেতৃত্ব দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে প্রথমে বউ বাজার হয়ে বি বি গাঙ্গুলী স্ট্রিট দিয়ে হাঁটতে শুরু করল মিছিল। কংগ্রেসের কর্মী সমর্থকেদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে বৃষ্টির কারণ মিছিলের তাল কাটল।
advertisement
advertisement
কিছু কর্মী বৃষ্টি থেকে আড়াল হতে ফুটপাতে উঠে দাঁড়াল, কিছু জন বৃষ্টি মাথয় নিয়েই এগোল, কেউ বা প্ল্যাকার্ড আড়াল করে স্লোগান দিতে দিতে মিছিলে হাঁটল। পরে বি বি গাঙ্গুলী স্ট্রিটের মুখে পুলিশ আটকালে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে এলেন কংগ্রেস কর্মীরা।
আর জি করের খুন ও ধর্ষণ, তামান্নার মৃত্যু, কসবার ল কলেজের গণধর্ষণের ঘটনাকে সামনে রেখে আজ লালবাজার অভিযান করেছিল কংগ্রেস।
advertisement
বিভিন্ন জেলা থেকে আসা কর্মীদের ভিড়ে প্রায় কয়েকশো কংগ্রেস কর্মী নেমেছিল রাজপথে।বৃষ্টির কারণে কিছু জন ছত্রভঙ্গ হল ঠিকই তবে মিছিল এগোল লালবাজারের দিকে। পরে বৃষ্টিতে কর্মীদের শারীরিক অবস্থার কথা মাথয় রেখে লালবাজারের কিছু আগেই বি বি গাঙ্গুলি স্ট্রিটে এসে মিছিল থামালেন শুভঙ্কর সরকার।
advertisement
বৃষ্টি মাথায় করে গাড়িতে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আজ বৃষ্টি না হলে কংগ্রেসের লালবাজার অভিযান পুলিশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত। আজ আমরা বৃষ্টির কারণে মিছিল করলাম না কারণ এই বৃষ্টিতে আপনাদের সকলের শারীরিক অবস্থা খারাপ হতে পারে। তবে আগামীতে এই অভিযান আবার হবে। আমরা চাইব এরপর লালবাজার যেন আমাদের সমস্ত ডিপুটেশন জমা দিতে দেয়।’’ এছাড়াও আগামীর বেশ কিছু কর্মসূচীর কথা বৃষ্টিতে ভিজে ভিজে ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। যার মধ্যে অন্যতম আগামী ৯ আগস্ট অভয়াকে শ্রদ্ধা জানানোর কর্মসূচী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 12:35 AM IST