অপারেশন করেছিলেন ওয়ার্ড বয়, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ মৃতার পরিবারের

Last Updated:
#কলকাতা: অপারেশন করেছিলেন ওয়ার্ডবয়। অভিযোগ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। চলতি মাসের ২৩ তারিখ কাশীপুরের বাসিন্দা ভারতী সাহার শরীরে পেসমেকার বসানো হয়। ২৫ তারিখ ভালভ বদলের অপরেশন করা হয়। অভিযোগ সেই অপারেশন করছিলেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। পরে মৃত্যু হয় ভারতী দেবীর।
ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানাতে চায় মৃতার পরিবারের। তাঁদের অভিযোগ, ভালভের দ্বিতীয় পর্য়ায়ের অপরেশনের পদ্ধতিতে ভুল ছিল ৷ ভুল অপারেশনের জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে মৃত ভারতী দেবীর ৷ তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবণতি হতে থাকে ৷ এ কথা জানানো হলেও এদিকে বিশেষ গুরুত্ব দেননি ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুস্মিত ভট্টাচার্য।
advertisement
হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ভারতী দেবীকে। বাড়ি ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় কালীঘাটের হাসপাতালে। সেখানেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ভারতী সাহার। ন্যায্য বিচার চেয়ে বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়েরের কথা ভাবছে মৃত ভারতী সাহার পরিবার।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
অপারেশন করেছিলেন ওয়ার্ড বয়, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ মৃতার পরিবারের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement