#কলকাতা: তারাতলা মেরিন কলেজ ক্যাম্পাসের পুকুরে ডুবে ছাত্র মৃত্যুর ঘটনায় খুন ও গাফিলতির অভিযোগ উঠল। শুক্রবার পুকুরে ডুবে মৃত্যু হয় অংশুকুমার শ্রীবাস্তব ও অনিমেষ রায় নামে দুই ছাত্রের। রবিবার দুই ছাত্রের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে তারাতলা থানার পুলিশ।
মেরিন কলেজ ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই ছাত্রের মৃত্যুতে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল। দায়ের করা হয়েছে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলাও। একইসঙ্গে উঠছে র্যাগিংয়ের অভিযোগও। নিহত দুই ছাত্রের পরিবারের অভিযোগ, ক্যাম্পাসে র্যাগিংয়ের শিকার হতে পারে ওই দুই ছাত্র।
ছাত্রমৃত্যুতে অভিযোগের তির - র্যাগিংয়ের জেরে মৃত্যু হতে পারে দুই ছাত্রের - মারা গেলে দুই ছাত্রকে জলে ফেলে দেওয়া হতে পারে - ঘটনায় জড়িত থাকতে পারে রুমমেট বা সহপাঠীরা
পুরো ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই দুই ছাত্রের মৃত্যু হয়েছে। কিন্তু কেন তারা পুকুরে নেমেছিল, সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Marine Engineering and Research Institute, Ragging, Student Drowned, Taratala, Taratala Marine Engineering and Research Institute