কলকাতার মাল্টিজিমে অনিয়ম রুখতে অভিযানে পুরসভা
Last Updated:
প্রশিক্ষিত ট্রেনার ছাড়াই চলছে মাল্টি জিম। শরীরচর্চা করতে আসা ছেলেমেয়েদের দেওয়া হচ্ছে স্টেরয়েড। খাওয়ানো হচ্ছে সাপ্লিমেন্টারি ফুড। যার ফল হচ্ছে মারাত্মক।
#কলকাতা: প্রশিক্ষিত ট্রেনার ছাড়াই চলছে মাল্টি জিম। শরীরচর্চা করতে আসা ছেলেমেয়েদের দেওয়া হচ্ছে স্টেরয়েড। খাওয়ানো হচ্ছে সাপ্লিমেন্টারি ফুড। যার ফল হচ্ছে মারাত্মক। সুস্থ শরীর গড়তে এসে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। কাঠগড়ায় কলকাতার একাধিক জিম। পরিস্থিতি মোকাবিলায় অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
advertisement
বদলেছে সময়। বদলাচ্ছে লাইফ স্টাইল। নিজেকে সুন্দর করে তুলতে মরিয়া জেন ওয়াই। পেশিবহুল হাত কিংবা মেদহীন কোমর তৈরি করতে তাঁদের ভরসা মাল্টি জিম। এই চাহিদা মেটাতেই মাঠে নেমেছেন এক শ্রেণির ব্যবসায়ী। গজিয়ে উঠছে একের পর এক জিমন্যাশিয়াম। অভিযোগ, অনেক জায়গাতেই প্রশিক্ষিত ট্রেনার বা পরিকাঠামো থাকছে না।
advertisement
চিকিৎসক নন। অভিযোগ, এখন জিম ইন্সট্রাক্টররাই প্রেসক্রাইব করছেন সাপ্লিমেন্টারি ফুড ও স্টেরয়েড। এই ধরনের ঘটনা রুখতে কড়া অবস্থান নিচ্ছে কলকাতা পুরসভা।
কিছু অসাধু ব্যবসায়ীর জন্য তাঁদের বদনাম হচ্ছে। এমনটাই মনে করছেন শহরের অধিকাংশ জিম ইন্সট্রাক্টর। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়ার পক্ষপাতী নন তাঁরা। একই মত জিমে শরীরচর্চা করতে আসা মানুষজনেরও।
advertisement
জিম ইন্সট্রাক্টরের পরামর্শে সাপ্লিমেন্টারি ফুড খেয়ে কয়েক দিন আগেই অসুস্থ হয়ে পড়েন এক যুবক। আপাতত তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার পরই শহরের জিমগুলিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2018 8:43 PM IST