#কলকাতা: বাধা কাটল মাঝেরহাটে! অবশেষে মাঝেরহাটে রেললাইনের উপর সেতু তৈরির অনুমতি মিলল। অনুমতি দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। রেলব্রিজ তৈরিতে সিআরএসের অনুমতির জন্য আটকে ছিল কাজ। কয়েকদফা চিঠির পর মিলল অনুমতি।
রেল লাইনের উপর সেতুর ‘সুপার স্ট্রাকচার’ তৈরি নিয়ে অনেকদিন ধরেই চলেছে টালবাহানা। দেরিতে হলেও রেল এবং রাজ্যের মধ্যে সঙ্ঘাত মিটেছে। সূত্রের খবর, ‘সুপার স্ট্রাকচার’-সহ বিভিন্ন বিষয়ে রেলের তরফে আর কোনও আপত্তি নেই। ফলে যুদ্ধকালীন তৎপরতায় মাঝেরহাট সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ২০২০ সালের মার্চের মধ্যেই খুলে যাবে মাঝেরহাট সেতু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Majerhat Bridge