কালীঘাটের টালির চালের বাড়ি জীর্ণ ! মুখ্যমন্ত্রীর নতুন বাসস্থান এবার কোথায় ?

Last Updated:

কালীঘাটের ৩০বি, হরিশ চ্যাটার্জির বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য আপাতত ঠিকানা বদলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

#কলকাতা: বাড়ি বদলাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কালীঘাটের বাড়িতে মেরামতি হওয়ার কারণেই আপাতত বদল ঘটছে মুখ্যমন্ত্রীর বাসভবনের ৷ আলিপুর বা আলিপুর লাগোয়া এলাকায় খোঁজ চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বাড়ির ৷ তবে এই বাড়ি বদল  শুধুমাত্র এক মাসের জন্যই ৷
কালীঘাটে টালির বাড়িতেই থাকতেন তিনি ৷ ৩০বি, হরিশ চ্যাটার্জির বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য আপাতত ঠিকানা বদলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জরাজীর্ণ হয়ে উঠেছিল এই টালির বাড়ির ৷ ঘরের ভিতর সিলিংয়ের বাঁশগুলোতে ধরেছিল পচন ৷ দ্রুত দরকার ছিল মেরামতি ৷ বিশেষত, নিরাপত্তার কারণেই বার বার বাড়ি বদলের প্রস্তাব এসেছিল প্রশাসনিক কর্তাদের কাছ থেকে ৷ কিন্ত সে প্রস্তাব প্রথমে মানতে নারাজ ছিলেন মুখ্যমন্ত্রী ৷ শেষমেশ, বাড়ি বদলানোর ব্যাপারে সায় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শীঘ্রই শুরু হবে কালীঘাটের বাড়ি মেরামতির কাজ ৷
advertisement
নবান্ন সূত্রে খবর, একমাসেরও বেশি সময় ধরে সারাইয়ের কাজ চলবে। বাড়ির কাঠামোর কোনও বদল না করেই এই কাজ চলবে। সেইসময় অন্য কোথাও থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে তাঁর একটি ঘর রয়েছে। কিন্তু পাশে একটি কারখানা থাকায় ঝুঁকি নিতে চাইছেন না নিরাপত্তারক্ষীরা। মুখ্যমন্ত্রীর অস্থায়ী ঠিকানার জন্য আলিপুর ও সংলগ্ন এলাকায় বাড়ি খুঁজছে প্রশাসন। নবান্ন লাগোয়া কোনও বাড়ি খোঁজা হচ্ছে।
advertisement
advertisement
সময় লাগবে ৷ সে সময় অন্য কোথায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিরাপত্তার কারণে, মুখ্যমন্ত্রীকে রাখা যাবে না তৃণমূল ভবনে ৷ তৃণমূল ভবনের পাশে কারাখানা থাকায় এই সিদ্ধান্ত ৷ তাই আলিপুর বা আলিপুর লাগোয়া এলাকাতেই খোঁজা হচ্ছে মুখ্যমন্ত্রীর নতুন বাড়ি ৷ কালীঘাটের এই বাড়িতেই মা গায়েত্রী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে থাকতেন মমতা ৷ প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়ির মধ্যে ৷ কিন্তু প্রশাসন মনে করছেন, নিরাপত্তার কারণেই কালীঘাটের বাড়িটির সংস্কার দরকার ৷
advertisement
মুখ্যমন্ত্রী কালীঘাটের এই টালির বাড়িতে এসেছেন বহু জনপ্রিয় মানুষেরা ৷ এই বাড়িতে এসেই মমতার সঙ্গে দেখা করেছিলেন অটল বিহারী বাজেপেয়ী, অমর সিং, শাহরুখ খান, জুহি চাওলা-র মতো ব্যক্তিত্বরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কালীঘাটের টালির চালের বাড়ি জীর্ণ ! মুখ্যমন্ত্রীর নতুন বাসস্থান এবার কোথায় ?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement