মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা
Last Updated:
বিজেপি-র এই সিদ্ধান্তের পরেই মমতা ট্যুইট করে জানিয়ে দেন, তিনি যাবেন না শপথগ্রহণ অনুষ্ঠানে৷ ঠিক কী লিখেছেন ট্যুইটারে মুখ্যমনম্ত্রী৷ রইল৷
#কলকাতা: নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটারে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনও রাজনৈতিক খুন হয়নি৷ বিজেপি দাবি করছে, তাদের ৫৪ জন কর্মী খুন হয়েছেন এ রাজ্যে৷ সম্পূর্ণ মিথ্যে কথা৷ শপথগ্রহণ অনুষ্টান একটি অরাজনৈতিক অনুষ্ঠান, তরাজনীতির রং লাগানো হচ্ছে৷ তাই ওই অনুষ্ঠানে যোগ দিতে যাবেন না৷
The oath-taking ceremony is an august occasion to celebrate democracy, not one that should be devalued by any political party pic.twitter.com/Mznq0xN11Q
— Mamata Banerjee (@MamataOfficial) May 29, 2019
advertisement
পশ্চিমবঙ্গে খুন হওয়া বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে৷ আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মোদি৷ শহিদ পরিবারের সদস্যদেরও দিল্লি নিয়ে যাচ্ছে বিজেপি৷ বিজেপি-র দাবি, রাজনৈতিক সংঘর্ষে রাজ্যে ৫৪ জন বিজেপি কর্মী খুন হয়েছেন৷ মৃত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের বিশেষ অতিথির সম্মান দেওয়া হবে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে৷
advertisement
বিজেপি-র এই সিদ্ধান্তের পরেই মমতা ট্যুইট করে জানিয়ে দেন, তিনি যাবেন না শপথগ্রহণ অনুষ্ঠানে৷ কারণ, শপথগ্রহণ অনুষ্ঠান অরাজনৈতিক ও সৌজন্যতার জায়গা থেকেি তিনি যাচ্ছিলেন৷ ঠিক কী লিখেছেন ট্যুইটারে মুখ্যমন্ত্রী৷ রইল সেই ট্যুইট৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2019 2:35 PM IST