Doctors Day 2020| চিকিত্‍সক দিবসে করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানালেন মমতা

Last Updated:

আজ অর্থাত্‍ বুধবার করোনা-যোদ্ধাদের সম্মান জানাতে ছুটিও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

#কলকাতা: চিকিত্‍সক দিবসে ডাক্তারদের কুর্নিশ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটারে কোরোনা-যোদ্ধাদের অভিনন্দন জানালেন তিনি৷ আজ অর্থাত্‍ বুধবার করোনা-যোদ্ধাদের সম্মান জানাতে ছুটিও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
বুধবার মমতা টুইটারে লেখেন, 'ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের পরিবারকে ধন্যবাদ৷ তাঁদের সম্মান ও শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে৷' একই সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট চিকিত্‍সক বিধানচন্দ্র রায়ের জন্মদিনের শ্রদ্ধা জানান মমতা৷
advertisement
কিংবদন্তি চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিনটি পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস হিসাবে। ১৯৯১ সালে তাঁর জন্ম এবং মৃত্যুদিন ১ জুলাই প্রথম চিকিৎসক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সরকারের তরফে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Doctors Day 2020| চিকিত্‍সক দিবসে করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানালেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement