Doctors Day 2020| চিকিত্সক দিবসে করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানালেন মমতা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
আজ অর্থাত্ বুধবার করোনা-যোদ্ধাদের সম্মান জানাতে ছুটিও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷
#কলকাতা: চিকিত্সক দিবসে ডাক্তারদের কুর্নিশ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটারে কোরোনা-যোদ্ধাদের অভিনন্দন জানালেন তিনি৷ আজ অর্থাত্ বুধবার করোনা-যোদ্ধাদের সম্মান জানাতে ছুটিও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷
Remembering former Chief Minister of West Bengal, Dr Bidhan Chandra Roy on his birth and death anniversary. The day is celebrated as National #DoctorsDay in his honour 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) July 1, 2020
advertisement
বুধবার মমতা টুইটারে লেখেন, 'ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের পরিবারকে ধন্যবাদ৷ তাঁদের সম্মান ও শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে৷' একই সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট চিকিত্সক বিধানচন্দ্র রায়ের জন্মদিনের শ্রদ্ধা জানান মমতা৷
advertisement
On #DoctorsDay I congratulate all doctors, health warriors, the administration and their families. As a token of appreciation, GoWB has declared a State Holiday today in honour of the frontline COVID warriors 2/2
— Mamata Banerjee (@MamataOfficial) July 1, 2020
কিংবদন্তি চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিনটি পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস হিসাবে। ১৯৯১ সালে তাঁর জন্ম এবং মৃত্যুদিন ১ জুলাই প্রথম চিকিৎসক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সরকারের তরফে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2020 11:39 AM IST