Siddiqullah Chowdhury: হামলার ঘটনায় গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাকে ফোন মুখ্যমন্ত্রীর! কঠোর পদক্ষেপের আশ্বাস

Last Updated:

Siddiqullah Chowdhury: রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর উপর হামলার ঘটনায় এবার তাঁকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি।

কী বললেন সিদ্দিকুল্লা? Image: Facebook
কী বললেন সিদ্দিকুল্লা? Image: Facebook
কলকাতা: রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর উপর হামলার ঘটনায় এবার তাঁকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি।
সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার পাঁচ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে সিদ্দিকুল্লা বলেন, “আমি পদত্যাগ করতে চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছি। মুখ্যমন্ত্রী বিচারের আশ্বাস দিয়েছেন, তিনি সুবিচার করবেন আশা করছি।”
advertisement
advertisement
প্রসঙ্গত নিজের বিধানসভা কেন্দ্রে হামলার মুখে পড়েছিলেন মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী, তাঁর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি, পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছিলেন প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না করে তাহলে প্রয়োজনে দল ছেড়ে দেবেন তিনি। তার সঙ্গে এই নিয়ে ফোনে কথা বলেন ফিরহাদ হাকিম। এবার মুখ্যমন্ত্রীর ফোন করলেন সিদ্দিকুল্লাকে।
advertisement
পাশাপাশি সিদ্দিকুল্লা মঙ্গলবার জানান, এই ঘটনায় সাত জন গ্রেফতার হয়েছে। তিনি বলেন, “পুলিশ জানে কারা অপরাধী, আমি নাম দিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন, যে কোনও জায়গায় এমন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেব”। এর আগেই ফিরহাদ বলেছিলেন মানুষকে নিয়ে চলার কথা, পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে বার্তাও দিয়েছিলেন তিনি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Siddiqullah Chowdhury: হামলার ঘটনায় গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাকে ফোন মুখ্যমন্ত্রীর! কঠোর পদক্ষেপের আশ্বাস
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement