পদত্যাগ করার জন্য মেয়রকে ধন্যবাদ: মমতা
Last Updated:
#কলকাতা: গত ৪৮ ঘণ্টা ধরে চলা নাটক আপাতত শেষ ৷ মেয়র পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায় ৷ পদত্যাগ করার জন্য মেয়রকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
দিনের পর দিন কাজে গাফিলতি ৷ মন নেই কাজে ৷ যার জেরে দু’দিন আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ‘ধমক’ খান শোভন চট্টোপাধ্যায় ৷ মেয়র এবং মন্ত্রীর পদ থেকে শোভনকে সরে যাওয়ার নির্দেশ দেন মমতা ৷ মুখ্যমন্ত্রীর ‘ধমকি’ খেয়েই প্রথমে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ৷ আর আজ মেয়রের পদ থেকেও পদত্যাগ করলেন শোভন ৷
advertisement
পদত্যাগের পরই শোভনকে ধন্যবাদ জানান মমতা ৷ বলেন, ‘কারও ব্যক্তিগত সমস্যা থাকতে পারে ৷ সেই সমস্যার মধ্যে দল ঢোকে না ৷ আমার দলে মেয়রের অভাব নেই ৷ ১২২ জনের মধ্যে যে কেউ মেয়র হতে পারেন ৷ যাকে-তাকে মেয়র করা যায় না ৷ পুরসভার কাজ যে বোঝে, তাকেই দায়িত্ব দেওয়া হবে ৷’
advertisement
advertisement
নতুন মেয়রের পদে ফিরহাদকে নির্বাচন করা নিয়েও বেশ আত্মবিশ্বাসী মমতা ৷ বলেন, ‘নির্বাচনের উপর আমাদের আস্থা আছে ৷ তাই ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে ৷ আমিও বলেছিলাম, সরকারে এলে দাঁড়াব ৷ ৬ মাসের মধ্যে জিতে এসেছি ৷ তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে ?’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2018 2:35 PM IST