Strand Road Fire: অগ্নিকাণ্ডে মৃতদের ময়না তদন্ত হবে আজ রাতেই, স্ট্র্যান্ড রোড থেকে সোজা এসএসকেএমে মমতা

Last Updated:

SSKM হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী জানান, আজ রাতের মধ্যেই মৃতদেহ ময়না তদন্ত করা হবে। যত দ্রুত সম্ভব দেহপরিবারেফ হাতে তুলে দেওয়ার আর্জি হানিয়েছেন তিনি।

#কলকাতা: স্ট্র্যান্ড রোডের বহুতলে ভয়াবহ আগুনে ঝলসে ৯ জনের মর্মান্তিক মৃত্যু। প্রাথমিকভাবে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, কুলিং-এর কাজ এখনও শেষ হয়নি। আগুন লাগার খবর পেয়েই প্রথমে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত বারো'টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। পাশাপাশি, মৃতদের পরিবারের একজন সদস্যকে চাকরির  দেওয়ার ঘোষণা করেছেন। এ দিন ঘটনাস্থল থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।
ঘটনাস্থল খতিয়ে দেখার পরে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "কয়লাকাটা রেলের অনেক পুরনো ভবন। সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দমকল, পুলিশ এবং এক আরপিএফ কর্মী-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু শোক কখনও টাকা দিয়ে পূরণ করা যায় না। তাও মৃতদের পরিবারের স্বার্থে তাদের হাতে ১০ লক্ষ টাকা করে তুলে দেওয়া হবে। রেলের জায়গা। তাই তাদের উপরেও দায়িত্ব বর্তায়, কিন্তু কেউ আগুন নেভাতে আসেনি। রেলের কাছে ম্যাপ চাওয়া হয়েছিল দমকল কর্মীদের তরফ থেকে, কিন্তু সেই ম্যাপ দেওয়া হয়নি।"
advertisement
advertisement
এ দিন SSKM হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী জানান, আজ রাতের মধ্যেই মৃতদেহ ময়না তদন্ত করা হবে। যত দ্রুত সম্ভব দেহপরিবারেফ হাতে তুলে দেওয়ার আর্জি হানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Strand Road Fire: অগ্নিকাণ্ডে মৃতদের ময়না তদন্ত হবে আজ রাতেই, স্ট্র্যান্ড রোড থেকে সোজা এসএসকেএমে মমতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement