‘ধর্ষণের মতো ঘটনায় দ্রুত চার্জশিট করে আদালতে দোষীদের শাস্তি দিতে হবে’: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

তেলঙ্গনা গণধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টার নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

#কলকাতা: তেলঙ্গনা গণধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টার নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোররাতের তেলঙ্গনা এনকাউন্টারের খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে প্রশংসার বন্যা। তবে এ ভাবে আইন হাতে তুলে নেওয়া কতটা যুক্তিযুক্ত, সে প্রশ্নই উঠতে শুরু করেছে সাবাশির স্রোতের মধ্যেও। শুক্রবার বি আর অম্বেডকরের মৃত্যুবার্ষীকিতে মেয়ো রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে তেলঙ্গনার গণধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘নারীর উপর যে কোনও অত্যাচারই নিন্দনীয় ৷ কড়া আইন করে দোষীদের সাজা দিতে হবে ৷ তবে তা বলে আইন হাতে তুলে নেওয়া যাবে না ৷’
হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণ, দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক নৃশংস ধর্ষণের ঘটনা ঘটছে ৷ সেই নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, হায়দরাবাদের ঘটনা মনে নাড়া দেয় ৷ উন্নাওয়ের নির্যাতিতা ৯০% পুড়ে গিয়েছেন ৷ উন্নাওয়ের তরুণীর কেন নিরাপত্তা ছিল না? এইসব ঘটনা মনে কষ্ট দেয় ৷ এমন ঘটনায় কড়া আইন করে শাস্তি দিতে হবে ৷’
advertisement
হায়দরাবাদ গণধর্ষণকাণ্ডের মতোই মালদহতেও ধর্ষণের পর এক যুবতীকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে ৷ সেই ঘটনায় সাত থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর ৷
advertisement
২৭ নভেম্বর হায়দরাবাদের শামশাবাদে এক তরুণী চিকিৎসককে গণধর্ষণ করে খুন করে ওই চার অভিযুক্ত। এর পর ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সাদনগরে পুড়িয়ে ফেলা হয় ওই তরুণীর দেহ। বৃহস্পতিবার গভীর রাতে ওই ঘটনার পুনর্নিমাণ করতে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, সে সময় তাঁদের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তেরা। আত্মরক্ষার্থে তাদের গুলি করে মারা হয়। হায়দরাবাদ ধর্ষণ-খুনে চার অভিযুক্তকে এনকাউন্টারে মারল পুলিশ। পুলিশ হেফাজত থেকে পালানোর সময় গুলি করে মারতে বাধ্য হয় পুলিশ, দাবি হায়দরাবাদের পুলিশ কমিশনারের। ঘটনাস্থলে নির্যাতিতার ফোন খুঁজতে নিয়ে যাওয়া হয় চার অভিযুক্তকে। পুলিশের দাবি, ওই সময়ে ৪৪নং জাতীয় সড়কের কাছে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এমনকি পুলিশকে লক্ষ করে গুলিও ছোঁড়ে তারা। এই পরিস্থিতিতে পাল্টা গুলি ছোড়ে পুলিশ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘ধর্ষণের মতো ঘটনায় দ্রুত চার্জশিট করে আদালতে দোষীদের শাস্তি দিতে হবে’: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement