৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ ফিরেছে, বাকি জায়গায় জল না সরলে বিদ্যুতের কাজ সম্ভব নয়: মমতা

Last Updated:

ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের পরবর্তী অবস্থায় মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে ৷

#কলকাতা: ভয়ঙ্কর তাণ্ডব চালিয়ে বিদায় নিয়েছে আমফান ৷ আমফানের ধ্বংসলীলার সবে এক সপ্তাহ ৷ এখনও বিপর্যয়ের ক্ষতি সামলে উঠতে পারেনি রাজ্যবাসী ৷ ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের পরবর্তী অবস্থায় মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে ৷ নেমেছে সেনা ৷ পুরোদমে কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও ৷ বুধবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে ৷ তবে গ্রামের দিকে বহু জায়াগায় এখনও বিদ্যুৎ ফেরানো সম্ভব হয়নি ৷ বহু জায়গায় জল জমে থাকায় বিদ্যুতের কাজ করা সম্ভব হচ্ছে না ৷
শহর ও শহরতলি অনেকটা সামলে উঠলেও মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে সুন্দরবন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ ৮টি জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে ৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি ক্ষতি ৷ সুন্দরবনের সর্বনাশ হয়ে গিয়েছে ৷ সুন্দরবন,নামখানায় বাঁধের অবস্থা খারাপ ৷ সাড়ে ৪ লক্ষ বিদ্যুতের খুঁটি পড়েছে আমফানে ৷ বিকল ট্রান্সফর্মার ৷ নোনা জলে ডুবে রয়েছে বহু এলাকা ৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও জল না নামায় বিদ্যুতের খুঁটি বসানো যাচ্ছে না ৷’
advertisement
বিদ্যুৎ না থাকায় বেসরকারি সংস্থা সিইএসসি-র ব্যর্থতার দায়ও রাজ্য সরকারের উপর চাপিয়ে দেওয়া নিয়েও আক্ষেপের সুর শোনা যায় মুখ্যমন্ত্রী গলায়৷ তিনি বলেন, ‘সিপিএমের আমলে সিইএসসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। একটি বেসরকারি সংস্থা ৷ কিন্তু এই পরিস্থিতিতে সেটা নিয়েও রাজনীতি শুরু হয়ে গেল।’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ ফিরেছে, বাকি জায়গায় জল না সরলে বিদ্যুতের কাজ সম্ভব নয়: মমতা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement