পাহাড়ের সর্বদল বৈঠক ইতিবাচক, সরকারি কর্মীদের জন্য বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated:

পাহাড়ের সর্বদল বৈঠক ইতিবাচক, সরকারি কর্মীদের জন্য বার্তা মুখ্যমন্ত্রীর

#কলকাতা: নবান্নে পাহাড় নিয়ে বৈঠক ইতিবাচক। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তী সর্বদলীয় বৈঠক ২১ নভেম্বর। পিনটেল ভিলেজে হতে চলেছে ওই বৈঠক।
নবান্নে পাহাড় বৈঠকে শান্তি ও উন্নয়নে জোর মুখ্যমন্ত্রীর। দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ঙের পর্যটনের প্রসার-সহ একাধিক বিষয়ে আলোচনা বৈঠকে। এদিন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে ছিলেন রাজ্য প্রশাসন ও পুলিশের কর্তারা। ছিলেন অরূপ রায়, গৌতম দেবের মতো মন্ত্রীরাও। বিনয় তামাং-অনীত থাপা ছাড়াও, বৈঠকে যোগ দেন পাহাড়ের একাধিক দলের প্রতিনিধি। পাহাড়ে অশান্তি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে বৈঠকে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
একইসঙ্গে পাহাড় আন্দোলনে হতাহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন। বনধ চলাকালীন রাজ্য সরকারি কর্মীদের গরহাজিরায় চাকরিতে ছেদ পড়বে না বলেও জানিয়েছেন তিনি। এর আগে বনধে অফিসে অনুপস্থিত থাকলে মাইনে কাটা যাওয়ার সঙ্গে সঙ্গে সার্ভিস ব্রেকের কথা নির্দেশিকা জারি করে জানিয়েছিল নবান্ন ৷
advertisement
নবান্নে বৈঠকের পর সন্তুষ্ট বিনয় তামাও ৷ তিনি বলেন, ‘ এদিন ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে আলোচনা হয়েছে ৷ চা বাগানের বেতন এবং  আইসিডিএসকর্মীদের বেতন নিয়েও আলোচনা ৷ পাহাড়ে অশান্তিতে মৃত্যু ও আহত অনেকে, তাদের জন্য রাজ্যের তরফে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে ৷ পাহাড়ের আর্থিক অবস্থা ফেরানো নিয়েও আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷ ’ এছাড়া জিটিএ কর্মীদের ৩ মাসের মধ্যে বকেয়া মেটাতে অনুরোধ করেছেন বিনয় তামাং ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাহাড়ের সর্বদল বৈঠক ইতিবাচক, সরকারি কর্মীদের জন্য বার্তা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement