Mamata Banerjee: 'দাম বাড়িয়ে দিয়েছে শুনলাম, আমরা জানতাম না...!' বিদ্যুতের বিল নিয়ে সিইএসসিকে তোপ মমতার
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
এদিন নবান্নে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানেই তিনি বলেন, 'সিইএসসি দাম বাড়িয়ে দিয়েছে শুনলাম। আমরা জানতাম না। অন্তত একবার কথা বলতে পারত।'
কলকাতা: এবার সিইএসসির উপর তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নবান্নে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানেই তিনি বলেন, ‘সিইএসসি দাম বাড়িয়ে দিয়েছে শুনলাম। আমরা জানতাম না। অন্তত একবার কথা বলতে পারত।’
ইলেকট্রিক বিল নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। সিইএসসি এলাকায় সাধারণ মানুষ সরাসরি সমস্য়ার মধ্য়ে পড়ছেন। মধ্য়বিত্ত, নিম্নবিত্ত ও যারা ছোট ছোট দোকান চালিয়ে খুব সামান্য রোজগার করেন তাদের উপর ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামছে। অভিযোগ, গ্রাহকদের কার্যত অন্ধকারে রেখে ইউনিট প্রতি বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকরা চরম সমস্যার মুখে পড়েছেন।
advertisement
advertisement
এদিন প্রশাসনকে সবরকমের পরিস্থিতির জন্য প্রস্তুতির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আবারও ফরাক্কা থেকে শুরু করে জাতীয় সড়ক মেরামতি, সব কিছু নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ আনেন তিনি৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2024 6:30 PM IST







