CM Mamata Banerjee: 'বাগডোগরা থেকে কলকাতার বিমানভাড়া ১৮ হাজার টাকা?', বৈষম্যের অভিযোগে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
CM Mamata Banerjee: 'যাঁরা সরাসরি ফ্লাইট পাচ্ছেন না দিল্লি ঘুরে আসতে হচ্ছে তাদের জন্য ৪২ থেকে ৪৫ হাজার টাকা!! ভাবতে পারেন? এটা কি বৈষম্য নয়?', কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা: সামনেই বিহারে বিধানসভা ভোট। তাই ছট পুজোয় বিমান ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। অথচ দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে বিমান ভাড়া বেড়েছে বহু গুণ। বৈষম্যের অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে এসে বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিহারে ছট পুজো আছে বলে ফ্লাইটের ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। এতে আমি খুশি। কিন্তু একটা দুর্যোগের পরে বাগডোগরা থেকে যারা আসছেন তাঁদের ফ্লাইটের ভাড়া ১৮ হাজার করে দেওয়া হয়েছে কেন? যাঁরা সরাসরি ফ্লাইট পাচ্ছেন না দিল্লি ঘুরে আসতে হচ্ছে তাদের জন্য ৪২ থেকে ৪৫ হাজার টাকা!! ভাবতে পারেন? এটা কি বৈষম্য নয়?’
advertisement
আরও পড়ুন: বাংলায় এসআইআরের কাজ কবে থেকে শুরু হচ্ছে? কমিশনের বিশেষ বৈঠকেই উঠে এল দিনক্ষণের আভাস
মমতার আরও দাবি, ‘বাইরের মানুষ যাঁরা এসেছিলেন তাঁরা থেকে যাচ্ছেন। যাঁরা বেড়াতে গিয়েছিলেন, আমি কিন্তু পর্যটকদের ভলবো বাসে করে নিয়ে এসেছি। যারা বাইরে থেকে এসেছেন ওখানে থাকছেন তাঁদেরও হোটেলগুলোকে বলা আছে টেক কেয়ার করতে। ১০০০ পর্যটককে আমরা ভলভো বাস এনবিএসটিসির করে নিয়ে এসেছি। তাঁরা নিরাপদে আছেন।’
advertisement
advertisement
আরও পড়ুন: ভারতীয় ৩ বিজনেস স্কুল বিশ্বের শীর্ষ ১০০-তে স্থান ছিনিয়ে নিল, তালিকায় বাংলার কোন প্রতিষ্ঠান?
ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে বেসামাল উত্তরবঙ্গ। এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে প্রাকৃতিক দুর্যোগের ছাপ। কোথাও ভেঙেছে রাস্তা তো আবার কোথাও নেমেছে ধস। এই পরিস্থিতিতে দ্রুত পাহাড় ছাড়ছেন পর্যটকেরা। সেই সময়ই বিমানভাড়া তিনগুণ বেড়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 08, 2025 4:45 PM IST









