মুখ্যমন্ত্রীর সঙ্গে IMA প্রতিনিধিদের বৈঠকে নয়া স্বাস্থ্য আইন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Last Updated:

মুখ্যমন্ত্রীর সঙ্গে IMA প্রতিনিধিদের বৈঠকে নয়া স্বাস্থ্য আইন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

#কলকাতা: সব বেসরকারি হাসপাতালে এবার তৈরি হবে পাবলিক গ্রিভান্স সেল। চিকিৎসা সংক্রান্ত অভিযোগ গ্রিভান্স সেলে দায়ের করতে হবে। তারপরও সমস্যা না মিটলে রাজ্য স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হওয়া যাবে। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে দাবি আইএমএর। এদিনই অ্যাপোলোর প্রাক্তন পূর্বাঞ্চলীয় অধিকর্তা রূপালি বসুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন আইএমএর সভাপতি।
সরকারি হাসপাতালগুলির মতো এবার সব বেসরকারি হাসপাতালে পাবলিক গ্রিভান্স সেল তৈরি হবে। গ্রিভান্স সেল ঠিক ভাবে কাজ করছে কিনা? হাসপাতাল কর্তৃপক্ষকেই তা খতিয়ে দেখতে হবে। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন IMA-র কেন্দ্রীয় প্রতিনিধিরা। বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে দাবি আইএমএর সভাপতির।
আইএমএর দাবি,
advertisement
- সব বেসরকারি হাসপাতালে গ্রিভান্স সেল তৈরি হবে
advertisement
- চিকি‍ৎসা, বিল, গাফিলতি সংক্রান্ত অভিযোগ গ্রিভান্স সেলে জানাতে হবে
- এরপরও সমস্যা থাকলে হেলথ রেগুলেটরি কমিশনের দ্বারস্থ হওয়া যাবে
একই সঙ্গে চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে খতিয়ে দেখবে স্টেট মেডিক্যাল কাউন্সিল। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষের ঠিক করবে রাজ্য গঠিত নয়া স্বাস্থ্য কমিশন। এই বিষয়েও মুখ্যমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে দাবি আইএমএর সভাপতির। যে বিষয়গুলি নিয়ে আইএমএর ধ্বন্দ ছিল, তা মিটে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
কোনও চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি IMA-র সভাপতির। এদিনই অ্যাপোলোর পূর্বাঞ্চলীয় আধিকর্তা চিকিৎসক রূপালি বসুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছ আইএমএ। স্টেট মিডিক্যাল কাউন্সিলের সম্পাদককে তদন্তের নির্দেশ দিয়েছেন আইএমএর সভাপতি। দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ্যমন্ত্রীর সঙ্গে IMA প্রতিনিধিদের বৈঠকে নয়া স্বাস্থ্য আইন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement