#কলকাতা: বাগরির ছায়া গড়িয়াহাটে ! শুক্রবার মাঝরাতে গড়িয়াহাট মোড়ের বহুতলে বিধ্বংসী আগুন লাগে ৷ পুড়ে ছাই বহুতলের কাপড়ের দোকান ৷ ফুটপাথের একাধিক দোকানও ভস্মীভূত ৷ গড়িয়াহাট মোড়ের বহুতলের চারটি তলেই ছিল একাধিক ফ্ল্যাট ৷ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ফ্ল্যাটে থাকা সামগ্রীও ৷
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্রেডার্স অ্যাসেম্ববলির মালিককে ফোন করেন মমতা ৷ পাশাপাশি ক্ষতিগ্রস্ত হকারদের প্রতিও সাহায্যের হাত বাড়ালেন মুখ্যমন্ত্রী ৷ মেয়র ফিরহাদ হাকিমকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা ৷ পুরসভার তরফে হকারদের সাহায্য করা হবে ৷ হকারদের পুড়ে যাওয়া স্টলের মেরামত হবে ৷ আর্থিকভাবেও হকারদের সাহায্য করবে পুরসভা ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে সাহায্য করবে পুরসভা ৷ বহুতলের বাসিন্দাদেরও পাশে রয়েছে পুরসভা ৷ প্রয়োজনে তাঁদের অন্যত্র থাকার ব্যবস্থা করার পাশাপাশি তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে পুরসভা ৷ এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম ৷
১৫ সেপ্টেম্বর, ২০১৮ ৷ মাঝরাতে ফুটপাথে আগুন লাগে ৷ সেই আগুনেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল বাগরি মার্কেট ৷ মাস চারেক আগের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি ফিরে এল গত শনিবার মাঝরাতে ৷ ফের বাগরি মার্কেটের মতো বিধ্বংসী আগুনের সাক্ষী হল কলকাতা ৷ শনিবার রাত ১২.৪৫ নাগাদ আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় গড়িয়াহাট মোড়ের বহুতল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Fire, Gariahat Fire