গড়িয়াহাটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:
#কলকাতা: বাগরির ছায়া গড়িয়াহাটে ! শুক্রবার মাঝরাতে গড়িয়াহাট মোড়ের বহুতলে বিধ্বংসী আগুন লাগে ৷ পুড়ে ছাই বহুতলের কাপড়ের দোকান ৷ ফুটপাথের একাধিক দোকানও ভস্মীভূত ৷ গড়িয়াহাট মোড়ের বহুতলের চারটি তলেই ছিল একাধিক ফ্ল্যাট ৷ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ফ্ল্যাটে থাকা সামগ্রীও ৷
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্রেডার্স অ্যাসেম্ববলির মালিককে ফোন করেন মমতা ৷ পাশাপাশি ক্ষতিগ্রস্ত হকারদের প্রতিও সাহায্যের হাত বাড়ালেন মুখ্যমন্ত্রী ৷ মেয়র ফিরহাদ হাকিমকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা ৷ পুরসভার তরফে হকারদের সাহায্য করা হবে ৷ হকারদের পুড়ে যাওয়া স্টলের মেরামত হবে ৷ আর্থিকভাবেও হকারদের সাহায্য করবে পুরসভা ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে সাহায্য করবে পুরসভা ৷ বহুতলের বাসিন্দাদেরও পাশে  রয়েছে পুরসভা ৷ প্রয়োজনে তাঁদের অন্যত্র থাকার ব্যবস্থা করার পাশাপাশি তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে পুরসভা ৷ এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম ৷
advertisement
১৫ সেপ্টেম্বর, ২০১৮ ৷ মাঝরাতে ফুটপাথে আগুন লাগে ৷ সেই আগুনেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল বাগরি মার্কেট ৷ মাস চারেক আগের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি ফিরে এল গত শনিবার মাঝরাতে ৷ ফের বাগরি মার্কেটের মতো বিধ্বংসী আগুনের সাক্ষী হল কলকাতা ৷ শনিবার রাত ১২.৪৫ নাগাদ আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় গড়িয়াহাট মোড়ের বহুতল।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
গড়িয়াহাটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement