Mamata Banerjee: ‘বাংলার মাটি শান্তির মাটি, বাংলার মাটিকে ভালবাসুন...’ শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর

Last Updated:

কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাইওয়াকের উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে শান্তির বার্তাও দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনুমতি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবার রয়েছে। কিন্তু, আইন হাতে তুলে নেবেন না।’’

শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর (Photo Courtesy: Mamata Banerjee/Facebook Page)
শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর (Photo Courtesy: Mamata Banerjee/Facebook Page)
আবীর ঘোষাল, কলকাতা: নতুন বছর শুরুর আগেই সোমবার সন্ধ্যাবেলায় কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাইওয়াকের উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে শান্তির বার্তাও দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনুমতি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবার রয়েছে। কিন্তু, আইন হাতে তুলে নেবেন না।’’
মুখ্যমন্ত্রী জানান, ‘‘দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করার সময়ই আমি প্রতিজ্ঞা করেছিলাম, কালীঘাট স্কাইওয়াকও করতে হবে। কিন্তু, সেখানে অনেকটা জায়গা ছিল। এখানে অবশ্য জায়গা একটু কম। স্কাইওয়াকটির দৈর্ঘ্য ৪৩৫ মিটার, প্রস্থ ১০.৫ মিটার। আছে দুটো এসকেলেটার, তিনটে লিফট, তিনটে সিঁড়ি। শ্যামাপ্রসাদ হাজরা, কালীঘাট রোড, মন্দির কমপ্লেক্স তিনটে জায়গা দিয়ে ঢুকতে পারবেন পুণ্যার্থীরা। ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে। বিভিন্ন মন্দির, মসজিদ, গুরুদ্বারের উন্নয়নে রাজ্য সরকার কাজ করেছে। তারকেশ্বর, তারাপীঠ থেকে ফুরফুরা শরিফের উন্নয়ন হয়েছে।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সব জায়গাতেই যাই। অন্য কোনও অনুষ্ঠানে গেলে আমার বিরুদ্ধে লেখা হয়। আমার টাইটেলও বদলে দেওয়া হয়। কারা এটা করে। ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা। ধর্ম মানে ভালবাসা। ধর্ম মানে শান্তি। ধর্ম মানে সম্প্রীতি। ধর্ম মানে একতা। মানুষকে ভালবাসার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না। আমরা যখন জন্মাই, একা জন্মাই। আর যখন চলে যাই, একা যাই। তাই কীসের হিংসা, কীসের লড়াই, কীসের অশান্তি। মনে রাখবেন, মানুষকে ভালবাসলে সব কিছু জয় করা যায়। কিন্তু, নিজেকে আলাদা করে রাখলে কাউকে জয় করা যায় না।’’
advertisement
কোনও ঘটনার প্রসঙ্গ না তুলেই তিনি বলেন, “মনে রাখবেন, কারও উপর আঘাত আসলে, সে শোষিতই হোক, অবহেলিতই হোক, সে বঞ্চিতই হোক, সে নির্যাতিতই হোক, সে যেকোনও ধর্মের লোকই হোক, আমরা কিন্তু, সবার পাশে দাঁড়াই। আমি সবাইকে বলব, অনুমতি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবার রয়েছে। কিন্তু, আইন হাতে তুলে নেবেন না। সে যে হোক না কেন। আইনের রক্ষক রয়েছে। আইনের ভক্ষক দরকার নেই। কেউ কেউ প্ররোচনা দেবে কিন্তু, প্ররোচিত হবেন না। যে মাথা ঠান্ডা রাখে, সেই তো জয় করে। আপনারা জয়ী হোন। জয় হোক মানুষের। জয় হোক সত্যের। বাংলার মাটি শান্তির মাটি। শান্তি বজায় রাখুন। বাংলার মাটিকে ভালবাসুন ৷’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘বাংলার মাটি শান্তির মাটি, বাংলার মাটিকে ভালবাসুন...’ শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement