এত দিনেও কেন রাজ্যের নাম বদল হল না? ক্ষুব্ধ মমতা

Last Updated:

রাজ্যের নাম বদল নিয়ে কেন্দ্রের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রশ্ন, এতদিনেও কেন নাম বদল হল না৷ কেন সংবিধান সংশোধনে গড়িমসি করা হল৷

#কলকাতা: রাজ্যের নাম বদল নিয়ে কেন্দ্রের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রশ্ন, এতদিনেও কেন নাম বদল হল না৷ কেন সংবিধান সংশোধনে গড়িমসি করা হল৷
পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব ফের খারিজ করে দিয়েছে কেন্দ্র৷ নাম বদল করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, রাজ্যসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই৷ যার নির্যাস, রাজ্যের প্রস্তাবিত 'বাংলা' নাম খারিজ করে দেওয়া হল৷ কেন্দ্রের বক্তব্য জানার পরেই ক্ষুব্ধ হন মমতা৷
২০১৮ সালের জুলাই মাসে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয় বিধানসভায়৷ প্রস্তাব পাসের পর তত্‍‌কালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা ফোনে বলেছিলেন, 'রাজ্যের আবেগ জড়িয়ে৷ দ্রুত অনুমোদন দিন৷' সে বার রাজনাথ মমতাকে আশ্বাস দেন, বিষয়টি দেখছে কেন্দ্র৷ রাজ্যকে কেন্দ্র জানিয়েছিল, তিন ভাষাতেই এক ধরনের নাম দিতে হবে৷ অন্যথায় প্রশাসনিক জটিলতা তৈরি হবে৷ এরপরই তিন ভাষায় 'বাংলা' নামের প্রস্তাব পাঠায় কেন্দ্র৷
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করার সিদ্ধান্ত কবে রূপায়ণ করা হবে, এই ইস্যুতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের উপনেতা সুখেন্দুশেখর রায়। রাজ্যসভার সচিবকে পাঠানো চিঠি দিয়ে সুখেন্দুশেখর লেখেন, '২০১৮-র জুলাইয়ে পশ্চিমঙ্গ বিধানসভা সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম পাল্টে বাংলা করার প্রস্তাব পাশ করে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও এই প্রক্রিয়ায় সবুজ সংকেত আসেনি। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, বাঙালিদের পরিচয় রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গ বিধানসভার এই প্রস্তাবে সম্মতি দেওয়া হোক।'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এত দিনেও কেন রাজ্যের নাম বদল হল না? ক্ষুব্ধ মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement