Mamata Banerjee Interview: মানুষের প্রতি আমার ভরসা, আস্থা, বিশ্বাস আছে! ২০২৬-এ আমরাই ক্ষমতায় ফিরব:মমতা

Last Updated:

Mamata Banerjee Exclusive Interview: শুক্রবার, নিউজ 18 নেটওয়ার্কের এডিটর ইস্ট-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বললে, ২০২৬ সালে তৃণমূলই আসবে ক্ষমতায়। এই আত্মবিশ্বাসের কারণ কী? ব্যখ্যা করলেন মুখ্যমন্ত্রী।

মানুষের প্রতি আমার ভরসা, আস্থা, বিশ্বাস আছে ২০২৬-এ আমরাই ক্ষমতায় ফিরব:মমতা
মানুষের প্রতি আমার ভরসা, আস্থা, বিশ্বাস আছে ২০২৬-এ আমরাই ক্ষমতায় ফিরব:মমতা
কলকাতা:  উপনির্বাচনে সদ্য ছক্কা হাঁকিয়েছে তৃণমূল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়েও আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব মজুমদার, নিউজ18 নেটওয়ার্কের এডিটর ইস্ট-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো। দেশ জুড়ে চর্চায় মহিলা ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় একাই ১০০ কী ভাবে হলেন রাজ্যে? তা নিয়েই অকপট প্রশ্ন এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের। কী জবাব মমতার?
তিনি জানালেন,ধাক্কা খেতে খেতে এই জায়গায় পৌঁছেছেন। সব কিছু কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। মমতার কথায়, “মায়েরা যখন সংসার চালান তাঁরা ঠিক করে নেন, কত অর্থ আছে সেই অনুযায়ী কী ভাবে চালাবেন। বাজেট বড় কথা। আমাকেও তেমন হিসেব করে করতে হয়েছে। যতটুকু সম্ভব হয়েছে করেছি। যদি সামর্থ থাকলে আরও করতাম। শুধু প্রতিশ্রুতি নয়, কাজটুকু করে যেতে চেয়েছি। আমি সাধারণ মানুষ। কথা দিয়ে কথা রাখতে চেয়েছি।”
advertisement
advertisement
Mamata Banerjee Exclusive Interview
Mamata Banerjee Exclusive Interview
রাজ্যের বরাদ্দ আরও বেশি করে দেখানোর কথা ছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে। তা কি পেরেছেন মমতা? বেশিটা কেন্দ্র সরকার নিয়ে নেয়, রাজ্যের হাতে আসে অর্ধেকেরও কম। আমরা জিএসটি থেকে আয় ৫০% করতে বলেছি। প্রায় ৩ ঘণ্টা আলোচনা হয়েছে। মানুষের হাতে পয়সা থাকা দরকার। তাহলে মানুষ নিজের মতো খরচা করতে পারে, এতে অর্থনীতি চাঙ্গা হয়।”
advertisement
কেন্দ্র সরকার তো চাহিদা অনুযায়ী টাকা দিচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার এবং এত ভাতা মানুষকে দেবেন কী ভাবে মমতা? এ প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “এ নিয়ে মায়েদের ভাবতে দিন। সংসার কী ভাবে চালাবে মায়েরা ঠিক ম্যানেজ করে নেন।” শাসক হিসেবে মমতা আরও জানান, দক্ষতা বা অদক্ষতার প্রশ্ন নয়, তাঁকে সব বিষয়ে জানতে হয়।
advertisement
আরও পড়ুন- ২৮ ডিসেম্বর শুক্রের কুম্ভে গোচর, টাকা নিয়ে আর চিন্তা থাকবে না কোন ৫ রাশির? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
এডিটর তাঁকে প্রশ্ন করেন, “আপনি ২০০- র উপর সিট পেয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন। সামনে আবার নির্বাচন। বিরোধী শিবিরেরর যা অবস্থা তাতে আপনিই হয়তো ক্ষমতায় আসবেন…” এতে তাঁকে থামিয়ে দিয়ে মমতা বলেন, “হয়তো টয়তো নয়, মানুষের প্রতি আমার ভরসা আস্থা বিশ্বাস আছে, এবং আমরাই আসব বিশ্বাস রাখি।”
advertisement
Mamata Banerjee Exclusive Interview
Mamata Banerjee Exclusive Interview
এডিটর আরও একবার স্পষ্ট করতে চান মমতার আত্মবিশ্বাসের জায়গাটি, জিজ্ঞাসা করেন, “অগস্ট মাসে আরজি কর কাণ্ড হল, আপনার কি ভয় লাগেনি?” এত মানুষ রাস্তায় নেমে আন্দোলন হল… ভোটে তো কোনও প্রতিফলন হল না।”
advertisement
মমতার সোজাসাপটা জবাব,”ওই যে, মানুষের প্রতি আমার আস্থা আছে। মানুষ কাজটা দেখে। সতীদাহ প্রথা প্রথম বাংলাতেই হয়েছিল। রাজা রামমোহন রায়কে প্রথমে সবাই গালাগাল দিয়েছিলেন। পরে সেটাই আইন পাশ হল। নবজাগরণের সময় সমাজের প্রতিটা অংশের মানুষ আন্দোলনে যোগ দেয়। সব কিছুর পীঠস্থান এই বাংলাই। আমরা ইতিহাস ভুলতে পারি না।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Interview: মানুষের প্রতি আমার ভরসা, আস্থা, বিশ্বাস আছে! ২০২৬-এ আমরাই ক্ষমতায় ফিরব:মমতা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement