মোদি বিরোধী জোটের মঞ্চ এবার কলকাতায়, শীতে ব্রিগেডে তৃণমূলের সভা

Last Updated:
#কলকাতা: বিজেপিকে আক্রমণের লক্ষ্যে আরও উদ্যোগী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। জাতীয় স্তরে আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোট বাঁধার কাজ আগেই শুরু করেছেন। এবার লোকসভা ভোটের জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চাইছেন। শুরুটা করতে চাইছেন কলকাতা থেকেই। আঞ্চলিক দলের নেতাদের নিয়ে সামনের শীতে ব্রিগেডে সভা করবেন তৃণমূলনেত্রী।
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে আক্রমণের ধার ততই বাড়াচ্ছেন তৃণমূলনেত্রী। রাঁচির মিশনারিজ অফ চ‍্যারিটির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এই ইস‍্যুতে তিনি নিশানা করেন বিজেপি সরকারকে।
‘মিশনারিজ অফ চ্যারিটি’ ৷ রাঁচিতে নারীদের সুরক্ষার অন্যতম আশ্রয়স্থল ‘নির্মল হৃদয়’ ৷ যা এই ‘মিশনারিজ অফ চ্যারিটি’-র অধীনে ৷ সেই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধেই উঠেছিল শিশু পাচার চক্রের অভিযোগ ৷ এই অভিযোগেই ‘নির্মল হৃদয়’-র দায়িত্বে থাকা এক সিস্টারকে গ্রেফতার করে বিজেপি শাসিত সরকারের পুলিশ ৷ এই ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার কেন্দ্রকে টুইটারে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
advertisement
আক্রমণের এই চড়া সুর ধরেই জাতীয় রাজনীতিতে আরও বেশি উদ্যোগী তৃণমূলনেত্রী। বৃহস্পতিবার, উত্তরকন্যা থেকেও বার বার গেরুয়া শিবিরকে নিশানা করেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি বলেন, পার্টি যা বলছে সরকার সেটাই বলছে ৷ মিথ্যে খবর দিচ্ছেন নেতারা ৷ বিরোধী কথা বললেই মিথ‍্যে মামলা দেওয়া হচ্ছে ৷
advertisement
লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে পারদ। ততই সুর চড়াচ্ছেন তৃণমূলনেত্রীও। বিজেপি বিরোধী জোটের শক্তিটাকে আরও পোক্ত করে নিতে চাইছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মোদি বিরোধী জোটের মঞ্চ এবার কলকাতায়, শীতে ব্রিগেডে তৃণমূলের সভা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement