'গুরুত্বপূর্ণ নথির সুরক্ষায় ব্যর্থ, দেশের নিরাপত্তা দেবেন কী করে?' মোদিকে রাফাল-আক্রমণ মমতার
Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, 'রাফাল নথি চুরি গেল৷ আপনি তো দেশটাকেই চুরি করছেন৷ গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা দিতে পারেন না, দেশের নিরাপত্তা দেবেন কী করে?'
#কলকাতা: রাফাল নথি চুরি গিয়েছে, সুপ্রিম কোর্টের কেন্দ্রের দেওয়া এই তথ্যের পরেই তীব্র আক্রমণ শুরু করে দিয়েছে বিরোধীরা৷ রাফাল চুক্তি নিয়ে আগে থেকেই বিব্রত কেন্দ্র আরও বিপাকে পড়েছে অ্যাটর্নি জেনারেল বেণুগোপালের দাবিতে৷ শুক্রবার সেই রাফাল নিয়েই মোদি সরকারকে তুলোধনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, 'রাফাল নথি চুরি গেল৷ আপনি তো দেশটাকেই চুরি করছেন৷ গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা দিতে পারেন না, দেশের নিরাপত্তা দেবেন কী করে?'
সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায়, রাফাল চুক্তির সব নথি চুরি হয়ে গিয়েছে৷ গত বুধবার রাফাল মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে জানান, রাফাল সংক্রান্ত নথিগুলি চুরি হয়ে গিয়েছে৷ জাতীয় নিরাপত্তার স্বার্থেই সেগুলি আদালতকে দেখানো যায়নি৷
advertisement
advertisement
গত বছর ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায়, রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই৷ রাফাল চুক্তি নিয়ে তদন্তের প্রয়োজন নেই। এই চুক্তিতে আর্থিক দুর্নীতি হয়নি। ১২৬-এর জায়গায় ৩৬টি বিমান কেনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে প্রশ্ন তোলা হয়েছে তা একেবারেই অনুচিত, রায় দেয় শীর্ষ আদালত। এছাড়া, বিমান কেনার প্রক্রিয়ায় কোনও সমস্যা নেই । তার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বাণিক্যিক পক্ষপাতিত্বের যে অভিযোগ উঠেছে তাও ভিত্তিহীন কারণ এর কোনও প্রমাণ পাওয়া যায়নি, জানায় সুপ্রিম কোর্ট।
advertisement
আরও ভিডিও: ভোটের আগে কর্মসংস্থান ইস্যুতে বেকায়দায় মোদি সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2019 2:07 PM IST