Durga Puja Carnival: শহরজুড়ে আলোর মিছিল... রেড রোডের মেগা কার্নিভালে মমতা, পায়ে হেঁটেই মঞ্চে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Durga Puja Carnival: মেগা কার্নিভালের জন্য সেজে উঠেছে রেড রোড।
কলকাতা: আলোর শহর, আনন্দের শহর, উৎসবের শহর কলকাতা। আজ আরও একবার দেখল তিলোত্তমাবাসী। আজ রেড রোডে পুজোর কার্নিভাল। দুপুর সাড়ে তিনটে নাগাদ রেড রোডে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোড ধরে পায়ে হেঁটেই মঞ্চে আসেন তিনি। এদিন উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায় এবং কন্য়া আজানিয়া।
একের পর এক সেরা পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হবে রেড রোডে৷ তবে, এই কার্নিভালের জন্য সাধারণ মানুষদের যেন অসুবিধা না হয় সেটার দিকে নজর রাখছে পুলিশ।
advertisement
advertisement
শহর ও শহরতলির প্রায় একশোটি পুজো কমিটি এবার অংশ নিচ্ছে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে। রেড রোডের দু’ধারে প্রায় ১৮ হাজার দর্শকের বসার বন্দোবস্ত করা হয়েছে। প্রতিবারের মত মূল মঞ্চের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, মোতায়ন করা হয়েছে কড়া নিরাপত্তা। একের পর এক সেরা পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হচ্ছে রেড রোডে৷ তবে, এই কার্নিভালের জন্য সাধারণ মানুষদের যেন অসুবিধা না হয় সেটার দিকে নজর রাখছে পুলিশ।
advertisement
কার্নিভালে অংশ নিয়েছে একশোটিরও বেশি পুজো কমিটি। মূল মঞ্চের পাশাপাশি বেশ কয়েকটি মঞ্চ থাকছে। এদিকে মুখ্যমন্ত্রীর জন্য মূল মঞ্চের উচ্চতা কমানো হয়েছে। পায়ে চোট থাকায় উঁচুতে উঠতে পারবেন না তিনি। তাই শেষ মুহূর্তে মূল মঞ্চের নকশা বদল করা হয়| শুক্রবারের কার্নিভালে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের অতিথিরা। প্রায় ১৮ হাজার আসন থাকছে কার্নিভালে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2023 6:44 PM IST