'খুশি তো...?' পুজোয় বিরাট ঘোষণা মমতার! কবে বিসর্জন, কবে কার্নিভাল? এবার পুজোয় দারুণ চমক
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: বিরোধীয়া যতই সমালোচনা করুক, অনুদান নিয়ে যতই প্রশ্ন করুক ও আদালতে যাক, বাঙালির প্রাণের উৎসবের আগে ফের একবার দরাজহস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিরোধীরা যতই সমালোচনা করুক, অনুদান নিয়ে যতই প্রশ্ন করুক ও আদালতে যাক, বাঙালির প্রাণের উৎসবের আগে ফের একবার দরাজহস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো ক্লাবগুলির অনুদান ৮৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীরষ একইসঙ্গে বিসর্জন ও এবারের কার্নিভালের দিনও জানিয়ে দিলেন মুখ্যমমন্ত্রী। এছাড়া পুজো কমিটিকেগুলিপ জন্য বিদ্যুতে ৮০% ছাড় ও সমস্ত ফি মকুব কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোাপাধ্যায়।
এবার পুজো আগে। সেপ্টেম্বরের শেষে পড়বে ঢাকে কাঠি। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ পুজো। ‘আমাদের প্রাণের উৎসব এটা। ইউনেস্কো আমাদের মর্যাদা দিয়েছে। এটা ধরে রাখা আমাদের দায়িত্ব”-বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,”পুজো কার্নিভাল হবে এবার ৫ অক্টোবর। বিসর্জনের দিন হবে ২,৩,৪ অক্টোবর।”
নাম না করে বিরোধীদের সমালোচনার জবাবও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,”কেউ কেউ আদালত চলে যায়। আবার কেউ কেউ বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেয় না। এখানে ঘরে ঘরে সরস্বতী , লক্ষ্মী পুজো হয়। আমি কেন সাহায্য করি তার জন্য আদালতে চলে যায়। আরে এর সাথে যুক্ত আছে অনেক মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতি।”
advertisement
advertisement
এর পাশাপাশি নিরপাত্তার বিষয়টিও আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন,”ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি ও এক্সটি গেট করুন। সব মন্ডপে আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা করুন। পাবলিক অ্যানাউসমেন্ট যেন যথাযথ হয়। মন্ডপে কি করবেন আর করবেন না সেটা নজর রাখুন। একটা গাইডলাইন তৈরি করুন, কোন ক্লাব কি থিম করছে দেখে নিন। অনেক সময় ভিড় টানতে গিয়ে যেন স্ট্যাম্পেড না হয়।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2025 6:43 PM IST