২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' পালন রাজভবনের, তীব্র আপত্তি জানিয়ে রাজ্যপালকে চিঠি মমতার

Last Updated:

২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করার কথা ঘোষণা করা হয় রাজভবনের তরফে যার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস

কলকাতা: ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার কথা ঘোষণা করা হয় রাজভবনের তরফে যার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। রাজভবন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজভবনকে চিঠি পাঠিয়ে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার কথা বলা হয়েছে। তারপরই রাজভবন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার ব্যাপারে সিদ্ধান্ত নয়। এখানেই শেষ নয়! ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হল কী না, সেই বিষয়ে রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে! এমনটাই দাবি রাজভবনের।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ২০ জুন অখণ্ড বাংলার প্রাদেশিক আইনসভার ভোটাভুটিতে দুই বাংলা ভাগের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। যদিও ইতিহাসবিদের একাংশের মতে, সেই ভোটাভুটির আগে ৩ জুনই ব্রিটিশ সরকারের দেশভাগের সিদ্ধান্ত ঘোষণা করা হয়ে গিয়েছিল। যে কারণে বাঙালির ইতিহাস কিংবা সংস্কৃতিতে এমন দিনের বিশেষ গুরুত্ব শোনা যায় না।
advertisement
‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়ে চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”প্রাদেশিক আইন সভায় ভোটাভুটি হলেও তা মানা হয় না। কারণ এই ভাগ বিপর্যয় হিসাবে চিহ্নিত হয়। আনন্দ, গর্বের দিন নয়। এই দিবস পালনের চেষ্টা বাংলার ঐতিহ্যকে নষ্ট করছে। এই দিন ইতিহাস ও ঐতিহ্যের পরিপন্থী। দুই বাংলার অতীত, স্বাধীনতা সংগ্রাম, সংস্কৃতি মিলনের কথা বলে। পশ্চিমবঙ্গের সৃষ্টির দিন এটা নয়। এর সঙ্গে ইতিহাসের সম্পর্ক নেই।”
advertisement
‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্ত একতরফা ও অপরামর্শমূলক আচরণ বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রণোদিত মূলক আচরণ বলেও মত তৃণমূল কংগ্রেসের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' পালন রাজভবনের, তীব্র আপত্তি জানিয়ে রাজ্যপালকে চিঠি মমতার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement