#কলকাতা: বউবাজার বিপর্যয় নিয়ে নবান্নে বৈঠক। ক্ষতিগ্রস্তদের দাবিদাওয়া শুনে, আর্থিক ক্ষতিপূরণ, বাড়ির বদলে বাড়ি, দোকানের বদলে দোকান- সহ একাধিক প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকগুলিই মেনে নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
বউবাজারে বিপর্যয়। মেট্রোর কাজের জেরে একের পর এক বাড়িতে ফাটল। সোমবার ঘটনাস্থল ঘুরে আসেন মুখ্যমন্ত্রী। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। এরপর, মঙ্গলবার নবান্নে বৈঠক। মেট্রো রেল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কর্তাদের পাশাপাশি এই বৈঠকে ছিলেন ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের সদস্যরাও। তাঁরা অনেকেই এক কাপড়ে ঘর ছেড়েছেন। গয়না-টাকা-নথি সবই বাড়িতে পড়ে। সে সব যাতে খোয়া না যায় সেটাই নিশ্চিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Boubazar, Compensation, Mamta Banerjee