প্রজাতন্ত্র দিবসে ঝাঁ চকচকে শিয়ালদহ ডিভিশন! স্টেশনের প্রতিটি কোণে মেগা স্বচ্ছতা কর্মসূচি
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
এই ব্যাপক পরিচ্ছন্নতা অভিযানকে সম্মান জানানোর উদ্দেশ্যে শিয়ালদহ ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে শিয়ালদহ ডিভিশন ‘স্বচ্ছ ভারত মিশন’-এর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
শিয়ালদহ: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন সমগ্র ডিভিশন জুড়ে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। এই কর্মসূচির লক্ষ্য, রেল স্টেশন ও রেল পরিসরে সর্বোচ্চ মানের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য নিশ্চিত করা। প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করেন শিয়ালদহ ডিভিশনে। এই ডিভিশনের একাধিক স্টেশনের সঙ্গে সংযুক্ত আছে মেট্রো স্টেশন। ফলে বিভিন্ন দিক থেকেই যাত্রীদের চাপ এখন সর্বাধিক এই রেল ডিভিশনে। ফলে বিভিন্ন সময় অভিযোগ আসে যে এই ডিভিশন নোংরা হচ্ছে।
এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শিয়ালদহ স্টেশনসহ ডিভিশনের সমস্ত প্রধান স্টেশনের প্রতিটি কোণেই হচ্ছে।
advertisement
স্টেশনের সর্বাধিক ভিড়যুক্ত এলাকাগুলিতে, বিশেষ করে টিকিট কাউন্টার ও টিকিটিং এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই এলাকাগুলিতে গভীরভাবে পরিষ্কার ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা করা হয়েছে, যাতে যাত্রীরা টিকিট সংগ্রহের মুহূর্ত থেকেই একটি স্বচ্ছন্দ ও সুখকর অভিজ্ঞতা লাভ করেন। প্রধান কনকোর্স এলাকাগুলিকে সম্পূর্ণরূপে স্যানিটাইজ ও স্ক্রাব করা হয়েছে, যাতে যাত্রীদের জন্য একটি পরিচ্ছন্ন ও মর্যাদাপূর্ণ স্বাগত নিশ্চিত করা যায়।
advertisement
রেললাইনের উপর থেকে আবর্জনা অপসারণের জন্য বৃহৎ পরিসরে অভিযান পরিচালিত হয়েছে এবং প্ল্যাটফর্মগুলিতে হাই-প্রেশার ওয়াশিং করা হয়েছে, ফলে স্টেশন জুড়ে এক ঝকঝকে পরিবেশ সৃষ্টি হয়েছে। যাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমস্ত পানীয় জল কেন্দ্র ও জনসাধারণের ব্যবহারের সুবিধাগুলিকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করা হয়েছে। এই ব্যাপক পরিচ্ছন্নতা অভিযানকে সম্মান জানানোর উদ্দেশ্যে শিয়ালদহ ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে শিয়ালদহ ডিভিশন ‘স্বচ্ছ ভারত মিশন’-এর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 9:35 AM IST









