• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • রাতের কলকাতায় ফের চলল গুলি

রাতের কলকাতায় ফের চলল গুলি

Representational Image

Representational Image

রাতের কলকাতায় ফের চলল গুলি। গতকাল রাত নটা নাগাদ গোলপার্কে দু'দল দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোল বাঁধে।

 • Share this:

  #কলকাতা: রাতের কলকাতায় ফের চলল গুলি। গতকাল রাত নটা নাগাদ গোলপার্কে দু'দল দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোল বাঁধে। গোলপার্ক থানার পুলিশ গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যে আবার বালিগঞ্জের কাকুলিয়া রোডে দুই দুষ্কৃতীদলের মধ্যে গণ্ডগোল শুরু হয়।

  প্রায় জনা দশেক দুষ্কৃতী এলাকায় জড়ো হয়েছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁরাই ইট ছোড়া শুরু করলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পালানোর সময় তারা দু রাউন্ড গুলি ছোড়ে। ফেলে যায় একটি বাইক। সেই বাইকটি উদ্ধার করে বালিগঞ্জ থানার পুলিশ। যদিও ঘটনায় কাউকে আটক করা হয়নি।

  First published: